দেখুন ফেসবুকের অরিগন ডেটা সেন্টারের ভেতরের ছবি!
ফেসবুকের ডেটা সেন্টার নিয়ে আগ্রহী মানুষ অভাব নেই। বিপুল পরিমাণ ডেটা সংরক্ষিত হয় ফেসবুকের অরিগন ডেটা সেন্টারে। বিশ্বের সর্ববৃহৎ সোশাল নেটওয়ার্ক সাইটে অহরহ যে ছবি বা ভিডিও ইত্যাদি তুলে দেওয়া হয়, তা সংরক্ষিত হয় এই ডেটা সেন্টারে। অধিকাংশ প্রতিষ্ঠান তাদের ডেটা সেন্টারে নিজের কর্মীদেরই প্রবেশাধিকার সংরক্ষিত রাখে। কারণ এটা প্রতিষ্ঠানের অতি গোপনীয় অংশ। ফেসবুকও এর থেকে ব্যতিক্রম নয়।
সেখানে খোদ ফেসবুকের বড় বড় কর্মকর্তারাও প্রবেশ করতে পারেন না। তবে ফেসবুকের আমন্ত্রণে সেখানে ঘুরে এসেছেন সাংবাদিকদের একটি দল। অরিগনের প্রিন্সভিল ডেটা সেন্টার ফেসবুকের প্রথম ডেটা সেন্টার। এটি বিশাল এক কমপ্লেক্স যা তিনটি ভবন নিয়ে গঠিত। এই তিনটি ভবন মোট ৩ লাখ ৫০ হাজার বর্গফুটের। নতুন আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছে যার ৪ লাখ ৫০ হাজার বর্গফুটজুড়ে গড়ে উঠবে। প্রত্যেক ভবনে রয়েছে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার।
এখানে দেখে নিন ফেসবুকের সেই বিখ্যাত ডেটা সেন্টারের অভ্যন্তরের চিত্র।