আসুন আমরা সবাই সঙ্গীতরত্ন লাকী আখন্দের পাশে দাঁড়াই ...!
- MUSIC BANGLA
- Jul 18, 2016
- 2 min read

সঙ্গীতাঙ্গনে আমরা আমাদের গুণীজনদের যথাযথ মূল্যায়ন করিনি কিংবা করতে শিখিনি। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের কিংবদন্তীদের হারিয়ে যেতে দেবো না কোনদিন। আমরা যেন আমাদের অবজ্ঞা ও অবহেলায় হীরের টুকরোগুলোকে কালের গর্ভে হারিয়ে না ফেলি। তাছাড়া, প্রতিটি গানের পেছনে থাকে শিল্পী, গীতিকার, সুরকার ও যন্ত্রশিল্পীদের অনেক প্রত্যাশা ও যত্নের ছোঁয়া। আর তাই অন্তত প্রিয় গানগুলোর শিল্পী, গীতিকার ও সুরকারদের নাম জানার মাধ্যমে তাদের প্রতি আমাদের সন্মান প্রদর্শিত হয়। শ্রোতা হিসেবে এ আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য।
বাংলা সংগীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ,অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ,একজন জীবন্ত কিংবদন্তী স্যার লাকী আখন্দ। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। কয়েকদিন আগে গুণী এই শিল্পীকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেমোথেরাপির ফলে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন তিনি। ছ’মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২৫ মার্চ দেশে ফেরেন লাকী আখন্দ। এরপর বাসায়ই সময় কাটছিলো তার। কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার বেশ উন্নতিও হয়েছিলো। এ বছরের জুনে লাকী আখন্দের ফের ব্যাংকক যাওয়ার কথা ছিলো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যানসারে আক্রান্ত লাকী আখন্দকে সেখানকার হাসপাতালে গিয়ে আরও পাঁচটি কেমো নেওয়ার কথা ছিলো। বিশেষ সূত্রে জানা যায় মূলত আর্থিক সংকটেই চিকিৎসা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন জীবন্ত এ কিংবদন্তী। এর আগে অনেক শিল্পীকে আমরা চিকিৎসার অভাবে হারিয়েছি। আর না। এনাদের মতন গুনী শিল্পী আর অসম্ভব ভালো মানুষগুলো চিকিৎসার অভাবে পৃথিবী ছেড়ে গেলে বাংলার শিল্প সংস্কৃতি নিয়ে গর্ব করার কিছুই থাকবে না, ইতিহাস এই প্রজন্মকে ছাড়বেনা।
লাকী আখন্দের পাশে দাঁড়াতে ভক্তরা সোশাল মিডিয়া ফেসবুকে
Tribute to Sir Lucky Akhand নামে একটি ইভেন্ট খুলেছে। যেখানে লাকী আখন্দকে আর্থিক সহায়তার জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। ফেসবুক ইভেন্টে বলে হয়েছে, আমরা যে যতটুকু পারি তাকে সম্মানী(সাহায্য নয়) পাঠাবো। আর আমরা একটা ট্রিবিউট কনসার্টেরও আয়োজন করবো। বিস্তারিত শীঘ্রই জানাবো। লাকী আখন্দের পাশে দাঁড়াতে হলে: লাকী আখন্দ / LUCKY AKHAND
ব্যাংকক ব্যাংক, থাইল্যান্ড একাউন্ট নাম্বার: ১১৩.৪.৯১৮৬৮.৭ উত্তরা ব্যাংক লিমিটেড একাউন্ট নাম্বার: এস বি ১৪৭৬ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার: ১৬২.১০১.১৩৭৩৫৯