Search
গায়িকা যখন নায়িকা!
- MUSIC BANGLA
- Jul 27, 2016
- 1 min read

পরিচালক আরিফ আলির শর্ট ফিল্ম ‘প্লেয়িং প্রিয়া’-এ এমনই একটি গল্প আপনাদের সামনে আসতে চলেছে। এই শর্ট ফিল্মের মধ্যে দিয়েই অভিনয় জগতে পা রাখতে চলেছেন গায়িকা সুনিধি চৌহান। আপাদমস্তক রহস্যে মোড়া এই শর্ট ফিল্মটি খুব শিগগিরই মুক্তি পাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্লেয়িং প্রিয়া’র ট্রেলার।
দু’মিনিটের ট্রেলারে পুরোটাই রয়েছেন সুনিধি।