‘আরেফিন রুমি এন্ড ফ্রেন্ডস’-এর একযুগ পূর্তি!
শাওন রহমান: একযুগ পূর্তি হয়েছে ব্যান্ডদল ‘আরেফিন রুমি এন্ড ফ্রেন্ডস’-এর। ব্যান্ডদলটি নিয়ে পরিকল্পনাও হাতে নিয়েছেন ব্যাপক। পুরনো বন্ধুদের নিয়েই ২০০৪ সাল থেকে যাত্রা শুরু করেছিল দলটি।
ইতিমধ্যে কাজও শুরু করছেন নতুন একটি অ্যালবামের। ব্যান্ডের গান দিয়েই সাজানো হবে পুরো অ্যালবাম। এমনটাই জানালেন রুমি।
বললেন, একযুগ পূর্তি হয়েছে আমাদের। নতুনভাবে আমরা আরো অনেক পরিকল্পনাও হাতে নিয়েছি। আমার পুরনো কয়েকজন বন্ধুদের নিয়েই ব্যান্ডদলটি সাজিয়েছিলাম ২০০৪ সালে। কিন্তু পরবর্তীতে আমি ‘দূরবীণ ব্যান্ড’ এ যোগ দেয়ার কারণে যোগাযোগটা একটু কমে যায়। আমি ‘দূরবীণ’ নিয়ে ব্যাস্ত ছিলাম তাই ওইভাবে দলটিতে সময় দিতে পারিনি। ‘দূরবীণ’ থেকে বের হওয়ার পরই নতুন এই পরিকল্পা হয় এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানেই ষ্টেজ শো করছি। কাজও শুরু হয়েছে নতুন একটি অ্যালবামের। আশা করছি; ব্যান্ডদল নিয়ে নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো।
উল্লেখ্য - ব্যান্ডদলটিতে রয়েছেন-ভোকাল-আরফিন রুমি, বাঁশি-কামরুল, কিবোর্ড-হাসান, গিটার-শিবলী, দিপন, মুহিন, ঢোল-প্রণব এবং বেহালায় শান্ত।