top of page

মোড়ক উন্মোচন হল ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’


‘সূর্যোদয়ে তুমি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যেওনা সাথী’, ‘যে মাটির বুকে’, ‘চলে যায় যদি কেউ’, ‘চক্ষের নজর এমনি কইরা’- এমন অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার অধিকাংশ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে।

সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর বাছাইকৃত ৪৬টি গান এবং তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত ৩০ মিনিটের প্রামাণ্যচিত্র প্রকাশ পেল এক মোড়কে। দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী শিরোনামের এই সংকলনটির মোড়ক উন্মোচন করা হলো গতকাল সন্ধ্যায়। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংগীত অঙ্গনের অনেক তারকা। গানগুলো এক মোড়কে আনতে পেরে বেশ খুশি সৈয়দ আব্দুল হাদী। বলেন, ‘আমি এক বছর ধরে গানগুলো বাছাই করছি এবং এর পেছনে কাজ করছি। খুব ইচ্ছে ছিল পছন্দের গানগুলো এক মোড়কে আসুক। আজ সেই আশা পূর্ণ হয়েছে।’ অন্যদিকে বেতার ও টেলিভিশনের জন্য গাওয়া এই শিল্পীর বেশ কিছু গান এখন আর কোথাও শুনতে পাওয়া যায় না। সৈয়দ আব্দুল হাদীর প্রচলিত ও অপ্রচলিত ৪৫টি গান নিয়ে এবার তৈরি হয়েছে অ্যালবাম। এর নাম ‘দ্যা লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। এই আয়োজন নিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কতো গান গেয়েছি এই অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে, তার কোনো হিসেব রাখিনি ! ষাট, সত্তর ও আশির দশকে বেতার আর টেলিভিশনে গাওয়া অনেক জনপ্রিয় গান হারিয়ে গিয়েছে বাণিজ্যিক রেকর্ডের অভাবে। সংকলনটিতে সেই সব গান থেকে কিছু গান নতুন করে গাইলাম, সেই সঙ্গে চলচ্চিত্রের কিছু গান। এগুলো কোনো অ্যালবামে স্থান পায়নি। আর পূর্বে প্রকাশিত কিছু গানও এতে সন্নিবেশিত হলো। সংকলনটি আমার গাওয়া গানের একটি খন্ড দলিল।’ বাংলা ঢোল জানায়, ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ সংকলনের অধিকাংশ গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন শিল্পী। কিছু গানের ক্ষেত্রে সংগীতায়োজন অপরিবর্তিত রাখা হয়েছে। কিছু গানে নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল। আব্দুল হাদীকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, শাম্মী আখতার, আকরামুল ইসলাম খান, ফাতেমাতুজজোহরা, পরিচালক আমজাদ হোসেন, সুরকার ও গীতিকার আলম খান, শেখ সাদী খান, আলাউদ্দিন আলী, মো. মনিরুজ্জামান, শহীদুল্লাহ ফরায়জি, কবির বকুল এবং নতুন প্রজন্মের বেশ কজন সংগীতশিল্পী। এ ছাড়া চিত্রশিল্পী হাশেম খান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিনাত জাহান।


দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী সংকলনটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, চারটি সিডিতে প্রকাশ পেয়েছে সংকলনটি।

সুত্র : বাংলা ঢোল।

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page