চুলের জৌলুস ফিরিয়ে আনতে ৫টি ঘরোয়া কন্ডিশনার...
কেমিক্যাল-যুক্ত কন্ডিশনার যদি কেউ ব্যবহার করতে না চান, তাহলে তাঁদের জন্য রইল কন্ডিশনার তৈরি করার কিছু ঘরোয়া পদ্ধতি।
জেনে নিন হোমমেড কন্ডিশনার কীভাবে তৈরি করবেন।
শ্যাম্পু করার পরে চুলের যত্ন নেওয়ার কথা অনেকেই ভুলে যান। কিন্তু সব কেশ বিশেষজ্ঞেরই এক মত— শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করা বিশেষ প্রয়োজন। কন্ডিশনার চুলকে রুক্ষ হওয়ার হাত থেকে বাঁচায় এবং চুলকে নরম করে। বাজারের বেশিরভাগ শ্যাম্পু চুলের গোড়া থেকে ময়লা পরিষ্কার করে কিন্তু পাশাপাশি চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব শুষে নিয়ে চুলকে রুক্ষ করে তোলে। সেই রুক্ষতার হাত থেকেই চুলকে বাঁচায় কন্ডিশানার৷ বাজারে বিভিন্ন রকম কন্ডিশানার পাওয়া যায়। তবে কেউ যদি কেমিক্যালযুক্ত কন্ডিশনার ব্যবহার করতে না-চান তাহলে তাঁদের জন্য রইল বাড়িতেই কন্ডিশনার তৈরি করার কিছু ঘরোয়া পদ্ধতি।
• কলা-মধু-অলিভ ওয়েল
অনেকেই কলা খেতে পছন্দ করেন না। কলা বাড়িতে থেকে নষ্টও হয়। তাই কলা ফেলে না দিয়ে কাজে লাগান৷ কলার সঙ্গে মধু ও অলিভ ওয়েল ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন৷ প্যাকটি চুলে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল পড়ে যাওয়া থেকে রক্ষা করে৷
• ডিম, ইয়োগার্ট ও মেয়োনিজ
ডিমে আছে ভিটামিন যা চুলকে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। এর সঙ্গে ইয়োগার্ট ও মেয়োনিজ মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে মাথায় লাগালে চুল হবে এক্সট্রা সফট। একটি কাঁচের পাত্রে ১কাপ আনফ্লেভারড ইয়োগার্ট, হাফ কাপ মেয়োনিজ ও একটি ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ পড়ে নিন। ৪০ মিনিট রেখে তা ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। তবে খুব বেশি গরম জল ব্যবহার করবেন না।
• মধু ও নারকেল তেল
নারকেল তেল চুল পরিচর্যার প্রাচীন উপকরণ। নারকেল তেল পাকা চুলকে কালো করতে সাহায্য করে। একটি কাঁচের পাত্রে ৩-৪ চা-চামচ শুদ্ধ নারকেল তেলের সঙ্গে ২ চা-চামচ মধু মিশিয়ে মিশ্রণটিকে হালকা গরম করে নিন। এর পর মিশ্রণটিকে ভিজে চুলে লাগিয়ে নিন। আধ ঘন্টা রেখে তা জল দিয়ে ধুয়ে নিন।
• দারচিনি-মধু-দুধ
দারচিনি মাথার তালুতে রক্ত সঞ্চালনে এবং চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। রুক্ষ চুলের জেল্লা বাড়াতেও বিশেষ উপকারি। ২চা-চামচ দারচিনির গুঁড়ো, ২চা-চামচ মধু, ২টি ডিম, ৪চা-চামচ দুধ, ১/৪ ভাগ মেয়োনিজ একটি পাত্রে রেখে গরম করে নিন। সেই গরম মিশ্রণটি স্ক্যালপে ভাল করে লাগিয়ে নিন। মিশ্রণটি কন্ডিশনিংও করবে এবং চুলের হারানো জৌলুস ফিরিয়ে আনবে। ভাল ফল পেতে সপ্তাহে দু'দিন ব্যবহার করতে পারেন।
• কমলালেবু-ইয়োগার্ট-নারকেল দুধ
এটিও সম্পুর্ণভাবে একটি প্রাকৃতিক পদ্ধতি। ১কাপ আনফ্লেভারড ইয়োগার্ট, ১/৪ কাপ কমলালেবুর রস, ৪চা-চামচ লেবুর রস, ১/৪ কাপ নারকেল দুধ এবং একটি ডিম-এর মিশ্রণ বানিয়ে সেটি মাথায় ভাল করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন। জল দিয়ে ধুয়ে নিলেই রুক্ষ চুল ফিরে পাবে প্রাণ।