কী থাকছে বিশ্বের সর্বপ্রথম ‘লিকুইড কুল ল্যাপটপে’
তাইওয়ানের সংস্থা আসুস ঘোষণা করেছে, তারা আনতে চলেছে বিশ্বের সর্বপ্রথম লিকুইড কুল ল্যাপটপ। এতদিন পাখার মাধ্যমে ঠাণ্ডা রাখা হতো ল্যাপটপ এবার তার পাখার জায়গা নিচ্ছে পানি। পানি ঠাণ্ডা হলেই ঠাণ্ডা থাকবে আপনার সাধের ল্যাপটপটিও। এই ল্যাপটপের মডেল নম্বর ROG GX700। এমন ল্যাপটপের দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। এই নয়া ল্যাপটপ যেহেতু গেমিং ল্যাপটপের একটি অংশ তাই Hydro Overclocking System-টিও। কোম্পানির সূত্রে জানানো হয়েছে Hydro Overclocking System ল্যাপটপ থেকে বেরনো প্রায় ৫০০ ওয়াট অবধি গরম সহ্য করে নেবে। এতে থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের ‘Skylake’ Core i7-6820HK প্রসেসর। ল্যাপটপের ভিতরে থাকবে DDR4 এর ১৬ জিবি র্যাকম যা বাড়ানো যেতে পারে ৬৪ জিবি অবধি। গ্রাফিক্সের জন্য কোম্পানি ল্যাপটপে দিয়েছে Nvidia GeForce GTX 980 GPU সহ ৮ জিবির GDDR5 VRAM। ল্যাপটপের থাকছে ১৭.৩ ইঞ্চি 4K UHD স্ক্রিন।
তথ্য না হারিয়েই হার্ডডিস্কে নতুন ড্রাইভ : ( প্রয়োজন হতে পারে জেনে রাখুন....)
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে ক্লিক করে খুললে C:, D:, E: ইত্যাদি লেখা যে আইকনগুলো দেখা যায় সেগুলো কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন বা বিভাগ। অর্থাৎ পুরো হার্ডডিস্কের জায়গা কয়েকটি ভাগে বণ্টন করা হয়েছে। নতুন কম্পিউটার কেনার পর সাধারণত এক বা দুটি পার্টিশন থাকে। তবে ফাইলগুলো বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখতে আরও ড্রাইভের দরকার হতে পারে। সব পার্টিশন ভেঙে নতুন করে দিতে গেলে ডেটা নষ্ট হয়ে যাবে। তবে তথ্য না হারিয়েও বিদ্যমান ড্রাইভের জায়গা থেকে পার্টিশন দিয়ে নতুন ড্রাইভ বানানো যায়।
যা করতে হবে
নতুন পার্টিশন তৈরি করার আগে দেখে নিতে হবে বিদ্যমান ড্রাইভে কমপক্ষে ৫০ শতাংশ খালি জায়গা আছে কি না। এবার ডেস্কটপ থেকে কম্পিউটার আইকনে মাউসের ডান বোতাম চেপে Manage নির্বাচন করুন। এরপর তালিকা থেকে Disk Management-এ ক্লিক করুন। এখানে হার্ডডিস্কে থাকা সব পার্টিশন দেখাবে। যে ড্রাইভ ভেঙে নতুন ড্রাইভ বানাতে চান সেটিতে মাউসের ডান বোতামে চেপে Shrink volume নির্বাচন করুন। কিছুক্ষণ সময় নেবে এটি চালু হতে। এখানে Enter the amount of space to Shrink in MB ঘরে কাঙ্ক্ষিত জায়গা দেখা যাবে। যতটুকু জায়গা দেখাবে সর্বোচ্চ ততটুকু বা তার কম জায়গা নিয়ে নতুন ড্রাইভ বানাতে হবে। অন্য ড্রাইভের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত জায়গা নেওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী জায়গা (প্রতি গিগাবাইটের জন্য ১০২৪ মেগাবাইট করে লিখতে হবে) নির্ধারণ করে Shrink বোতাম চাপুন। কিছু সময় অপেক্ষা করার পর Unallocated space নামে হার্ডডিস্কে নতুন অংশ দেখাবে। এটিতে মাউসের ডান বোতামে ক্লিক করে New Simple Volume নির্বাচন করুন। ফরম্যাট পার্টিশন উইন্ডো চালু হবে, এখানে নেক্সট চেপে assign the following drive letter-এ ড্রাইভের জন্য অক্ষর নির্ধারণ করে বাকি সব সেটিং ঠিক রেখে Next চাপুন। ফরম্যাট সম্পন্ন হলে Finish বোতাম চাপলেই কোনো তথ্য না হারিয়ে নতুন আলাদা ড্রাইভ তৈরি হবে।