মাইক্রোসফট এক্সেলের কিছু প্রয়োজনীয় সূত্র!
মাইক্রোসফট এক্সেলের কিছু প্রয়োজনীয় সূত্র :
গসাগু বের করতে পারি।
Syntax: =GCD(4,16,64) উত্তর- 4
দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে চাইলে LCM ফাংশন ব্যবহার করে সহজে লসাগু বের করতে পারি। Syntax: =LCM(24,36) উত্তর – 72
কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাইলে SQRT ফর্মুলা ব্যবহার করে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি। কিন্তু Number এর মান অবশ্যই ধনাত্নক হতে হবে।
Syntax: =SQRT(81) উত্তর – 9
কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।
Syntax-
=POWER(5,2) এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25. ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন – ২.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে ২.৫৭ লেখা হয়।
Syntax: =ROUND(18.378,2) উত্তর – 18.38
আজকের দিন (বর্তমান সময়) দিন তারিখ সময় মাস ও বছর জানার জন্য NOW,Month(Now()) ও YEAR(Now()) ফর্মুলা ব্যবহার করে সহজে তা নির্ণয় করা যায়। Syntax: =NOW() শুধু মাস বের করতে চাইলে? =Month(Now())
শুধু বছর বের করতে চাইলে ? =YEAR(Now())
কোন তারিখ কি বার জানতে চাইলে? =WEEK DAY(“01/01/1990”) উত্তর- 6 (অর্থাৎ Friday)
কোন তারিখ কি বার জানার জন্য? =TEXT(“01/01/1990”,ddd) উত্তর – Friday