নারী স্বাধীনতার একাল ও সেকাল!
আমাদের মায়েরা কেকা ফেরদৌসির মত চব বোর্ড আর ইলেকট্রিক চুলা ব্যাবহার করে হাসতে হাসতে রান্না করেননি।
দুই পায়ের উপর ভর দিয়ে লোহার বটির উপর বসে কচ কচ করে পেয়াজ মরিচ কেটেছে।
ডান হাতের বুড়ো আঙ্গুলের দিকে তাকালে বোঝা যাবে কোনদিন ওই আঙ্গুলে ফিংগার প্রিন্ট আসবে কিনা সন্দেহ !
আধুনিক রাঁধুনিদের মত তাদের কিচেনে হাজার পদের মসলা ছিলনা, হুলুদের গুড়া আর মরিচের গুড়া বাদে বাকি মসলা থাকত পাটা পুতায়। গ্যাসের চুলার তীব্র আঁচ আর লোহাড় কড়াইয়ে ছিটা তেলে ফোস্কা ফেলে শেষ হত একেক দিনের রান্না। তাও আবার এক জন দুই জনের রান্না না ৫১ বর্তী পরিবারের রান্না।
এত কিছুর পরেও কোনদিন মুখে কোন অভিযোগের সুর শুনি নাই ! কোনদিনও শুনি নাই, তারা নিজেকে পুরুষের দাস মনে করেছে। বরং তারা ছিল সংসারের প্রসেসর। এখনকার মেয়েদের কাছে ব্যাপারটা অলৌকিক মনে হলেও সত্যি কি এক অদ্ভুত কৌশলে তারা সংসারটা চালিয়ে নিত। বাবারা সংসার খরচ হিসাব করলে দেখা যেত খরচ বেতনের চেয়েও বেশি। অথচ মা জানি কোন ম্যাজিক দেখিয়ে সংসার চালিয়ে কিছু টাকা বাঁচিয়েও দেখাত !
আমি আধুনিকতার বিরুদ্ধে না তবে জানতে চাই আধুনিকতা মানে কি ? নারী স্বাধীনতা নিয়ে গলা ফাটানোর আগে জানতে চাই। একটা নারী, স্বাধীনতা বলতে কি বোঝে ? বাক স্বাধীনতার নামে মুক্ত মনাদের স্বাধীনতা আমরা দেখেছি। তসলিমা নাসরীন অথবা নায়লা নাইমকে স্বাধীনতা দিয়েও আমরা দেখেছি। দেখেছি স্বাধীনতার নামে জ্যাকুলিন মিথিলা অথবা রেশমি আলনের লাইভ ভিডিও !
ভাবতে পারেন একদিন ওরাও মা হবে। ওদের সন্তানরা নতুন প্রজন্ম হবে। বড় হয়ে ওরা কি বলবে?
দোস্ত আন্টির ফিগারটা জোশ ছিলোরে !!
যে নারী কাজ করতে চায় আমরা তার পথ করে দিব। নারী ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, পাইলট হবে। কিন্তু যে নারী স্বেচ্ছায় ঘরে বসে আমাদের মত ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্ম দিয়ে মানুষ করে, তাকে পরাধীন নারী বলে উস্কে দেয়াটা কোন স্বাধীনতা ? সব নারী যদি বাইরে থাকে আমাদের মানুষ করবে কে কাজের বুয়া ?
আপনাদের নারী স্বাধীনতা আর বেগম রোকেয়ার নারী স্বাধীনতায় আকাশ পাতাল পার্থক্য। খুব শীঘ্রই সেই দিন আসছে যেদিন নারী স্বাধীনতার অগ্রদূত বলা হবে নায়লা নাঈম অথবা রেশমি আক্তার !!
আপনাদের কাছে আমাদের মায়েরা কুয়ার ব্যাঙ ছিল, বোকা ছিল, দাস ছিল.... আমাদের কাছে তারা আমাদের অহংকার ছিল, শিক্ষা ছিল, সংস্কৃতি ছিল। দশ বছর পর আবার কথা হবে, বলেন তো তখন আপনাদের সন্তানদের কাছে আপনারা কি হবেন ?
লেখক : আশিক রহমান।