অজ্ঞাতনামা-য় অভিনয় করতে পেরে গর্বিত..নিপূণ
নাসরিন আক্তার নিপুণ যিনি নিপুন নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ইতিমধ্যে দুবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন। ২০০৬ সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। অজ্ঞাতনামা চলচ্চিত্র প্রসঙ্গে এক সাক্ষাতকারে যা বললেন নাসরিন আক্তার নিপুণ ঃ
ছবিটি আমার মনের মতো হয়েছে। অভিনয় করতে পেরে গর্বিত। প্রিমিয়ারের দিন অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এ রকম ছবির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে রাজি আছি।
কেমন আছেন?* আর বলবেন না ! ব্যবসা নিয়ে ভয়াবহ ব্যস্ততা। একবার বাংলাদেশ তো একবার ব্যাংকক করতে হচ্ছে। বলতে পারেন দৌড়ের ওপর আছি।
এত ব্যাংককে যাওয়ার কারণ?* প্রতি মাসেই বিভিন্ন প্রোডাক্ট ব্যাংকক থেকে আনতে হয়। প্রোডাক্টগুলোর ভালো-মন্দ মান বিচার করতেই যেতে হয়। এ ছাড়া নতুন করে ব্যবসা বাড়ানোর ইচ্ছাও আছে। সে কারণে ওদের সঙ্গে যোগাযোগটা বাড়াচ্ছি।
তাহলে অভিনয়?* অভিনয়ে মন নেই। তা ছাড়া চলচ্চিত্রে অভিনয় করার পরিবেশ এখন আর আছে ? যে প্রস্তাবগুলো পাচ্ছি সেগুলো মনের মতো হচ্ছে না। গল্প, বাজেট আর চরিত্র—সব কিছু মিলিয়ে আমার সঙ্গে যায় না।
কিছুদিন আগে বলেছেন, দিনের পর দিন গুণী শিল্পীদের কদর কমে যাচ্ছে* শুধু আমাদের জেনারেশন না, আরো আগে থেকেই দেখেন, এখনকার ছবিতে ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডামরা কাজ করছেন ? তাঁদের জায়গায় নেওয়া হচ্ছে নাম না জানা অভিনেত্রীদের। আমাদের দিকেও তাকান। পূর্ণিমা আপু, রেসি, অপু বিশ্বাস—আমরা সবাই তো বেকার !
কারণটা কী বলে মনে করছেন?* মেধাবী পরিচালকের অভাব। এখন যাঁরা ছবি নির্মাণ করছেন তাঁদের বেশির ভাগই মেধাহীন। একটি ছবিও কি চলছে? বদিউল আলম খোকন, মালেক আফসারী, শাহীন-সুমনের মতো পরিচালকরাও এখন প্রায় বেকার। অথচ অখ্যাতরা একের পর এক ছবি বানিয়ে চলেছে। দর্শকদের হলবিমুখ করছে।
তাহলে এসব পরিচালক ছবি পাচ্ছেন কী করে?* প্রযোজকদের বুদ্ধিহীনতার কারণে। যেসব প্রযোজক এখন ছবি বানাচ্ছেন তাঁরা ইন্ডাস্ট্রিতে এসেছেন নায়িকাদের আঁচল ধরে। নায়িকারাই ঠিক করছেন কারা অভিনয় করবেন, ছবি পরিচালনা করবেন। শুনেছি ম্যানেজার থেকে শুরু করে গীতিকারদের ও নাকি নায়িকাদের সিদ্ধান্তে নিতে হয়!
আপনি এসব ছবিতে অভিনয়ের প্রস্তাব পান না?* প্রতিনিয়তই পাচ্ছি। পরিচালকরা এসে বলেন, ‘আপু অমুককে নায়িকা নিয়েছি, বোঝেনই তো প্রযোজক তাঁরই আনা, তবে গল্পে আপনার গুরুত্ব ষোলো আনা থাকবে।’ আমি তাঁদের প্রস্তাব শুনে হাসি। বেচারাদের চক্ষুলজ্জাও নেই। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একজন অভিনেত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তাও তাঁরা এখনো শেখেননি।
কিছু বলেন না?* প্রথমে প্রশ্ন তুলি তাঁদের সাহস নিয়ে। আগে কী বানিয়েছে সেই ছবির নাম জিজ্ঞেস করি। বেশির ভাগই দেখি নতুন। অনেকে সহকারী হিসেবেও কাজ করেননি কখনো। গল্প বলতে গিয়েও বলতে পারেন না।
কিন্তু তাঁরা তো পরিচালক সমিতির সদস্যপদও লাভ করছেন !* কিভাবে লাভ করছেন জানি না। হয়তো কোনো মামা-খালার নির্দেশে সদস্যপদ দিতে বাধ্য হচ্ছে সমিতি।
এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কী?* প্রযোজকদের টাকার মায়া থাকতে হবে। বুঝতে হবে তাঁরা টাকা ঢালছেন কার পেছনে। জানতে হবে টাকা ফেরত পেতে হলে কোন ধরনের গল্প নির্বাচন করতে হবে। পরিচালক হিসেবে কাদের নেওয়া উচিত।
শুক্রবার আপনার অভিনীত ‘অজ্ঞাতনামা’ মুক্তি পেল। কেমন সাড়া পাচ্ছেন?* ছবিটি আমার মনের মতো হয়েছে। অভিনয় করতে পেরে গর্বিত। প্রিমিয়ারের দিন অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এ রকম ছবির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে রাজি আছি।
ঈদে টেলিভিশনে কোনো কাজ করছেন না ?* একটা ঈদ ধারাবাহিক করার কথা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের। আমার সঙ্গে অভিনয় করবেন ইমন। শুটিং এই মাসের ২৯, ৩০ তারিখে এবং ১ সেপ্টেম্বর।
এফডিসিতে নিয়মিত যাওয়া-আসা আছে ?* শুটিং থাকলে যাই। কয়েক দিন আগে একটা টিভি অনুষ্ঠানের শুটিং করেছি।
পুরনো সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ আছে?* অতটা মেইনটেইন করতে পারি না। ব্যবসার জন্য ব্যস্ত থাকতে হয়। তবে সবাইকে অনেক মিস করি। শুনেছি অপু বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অমিও মাঝখানে কল দিয়েছিলাম। মোবাইল বন্ধ পেয়েছি।
সামনে শিল্পী সমিতির নির্বাচন। আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন?* আমাকে অনেকে বলছেন। তবে এখনো ভাবিনি। তা ছাড়া ব্যবসা নিয়ে যে পরিমাণ ব্যস্ত থাকতে হয় তাতে সম্ভব হবে বলে মনে হয় না। তবে একটি প্যানেলকে সমর্থন করব।
ব্যবসা নিয়ে প্ল্যান কী?* এর মধ্যে অনেকেই ‘টিউলিপ’-এর শাখা খুলতে আগ্রহ প্রকাশ করেছেন। বিভাগীয় শহর থেকে প্রস্তাব আসছে। এখনো কাউকে ‘হ্যাঁ’ বলিনি। আগে এলাকাগুলো ঘুরে দেখতে চাই। তা ছাড়া তাঁদের মনোভাব বুঝতে হবে। আর যা হোক, আমার ব্র্যান্ডের সুনাম নষ্ট করা যাবে না।