অভিযোগ নেই অনুশোচনাও নেই.. কণ্ঠশিল্পী কুমকুম এর প্রথম মিউজিক ভিডিও।
ভূল করেছি জেনেশুনে তাই...
অভিযোগ নেই অনুশোচনাও নেই...
সেদিন প্রথম দেখেছি যখন........
মনের ভূলেও মনে হয়নি তখন....
অনুযোগ নেই অনুশোচনাও নেই.......
সময়ের সঙ্গে সঙ্গে গানের ধরন বদলেছে। এখন গান কেবল শোনার বিষয় নয়, দেখারও বিষয়।
আর তাই মিউজিক ভিডিওর প্রতি এই প্রজন্মের চাহিদা রয়েছে।
সেই চাহিদার কথা মাথায় রেখে সুদুর ফ্রাঞ্চ প্রবাসী সংগীতশিল্পী কুমকুম তার সংগীত জীবনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
"আমার আমি" অ্যালবাম এর অনুশোচনা গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও জি-সিরিজ ইউটিউব চ্যানেলে এ প্রকাশ হলো । এ প্রসঙ্গে কুমকুম বলেন,
‘শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতেই খানিকটা ব্যতিক্রম আয়োজনে নতুন আঙ্গিকে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। গানটির কথা সুর ও সঙ্গীত পুরোটাই আমার আনেক দিনের চেষ্টার ফসল। আশা করছি পুরো ভিডিওটি সহ গানটি আপনাদের মন প্রান ছুঁয়ে যাবে।’ দেখবেন আশা করি এবং ভালো লাগলে খুশী হবো ।.
মিউজিক ভিডিও টি উপভোগ করুন..