Search
অবিকল হাতের লেখার সফটওয়্যার তৈরি হচ্ছে!
- MUSIC BANGLA
- Aug 29, 2016
- 1 min read
কম্পিউটার বিজ্ঞানীরা এমন এক সফটওয়্যার তৈরি করেছেন, যা দিয়ে যে কারো হাতের লেখা অবিকল লেখা যাবে। উদ্ভাবকরা মনে করেন, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আর প্রিন্টিং শিল্পে এই সফটওয়্যার বেশ কার্যকর হবে।
প্লেটো থেকে শেক্সপিয়ার- সবার হাতের লেখা দিয়ে যেকোন কিছু লেখা যাবে, এমনই এক সফটওয়্যার তৈরির কাজ করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। এতটাই অবিকল লেখা হবে যে, হাতের লেখা বিশেষজ্ঞরাও বোকা বনে যাবেন।

গবেষক টম হেইনেস জানান, শুধু ছোট একটা সমস্যা হলো- লিপিটা কম্পিউটারে প্রিন্ট করা। কেবল মাইক্রোস্কোপ দিয়েই বোঝা যাবে- এটা লিখতে কলম আর কালি ব্যবহার হয়নি। এর উদ্দেশ্য প্রতারকদের সাহায্য করা নয়। বরং ব্যাংকের জরুরি দলিলের খামে লেখা তার গুরুত্ব বোঝানোর জন্য। এছাড়া যারা হাতে লিখতে অক্ষম, তাদেরও কাজে আসবে এই সফটওয়্যার। হিজিবিজি হাতেরলেখাও স্পষ্ট করা সম্ভব হবে। সহকর্মীদের হাতের লেখা স্ক্যান করে সেই একই হাতের লেখায় আরও অনেক কিছু লিখতে পারেন হেইনেস।
এই প্রোগ্রামের নাম মাই টেক্সট ইন ইউর হ্যান্ড রাইটিং, অর্থাৎ তোমার হাতের লেখায় আমার শব্দ।