ইউটিউবে লাকী আখন্দের মিউজিক ভিডিও আনছে প্রাণ
- MUSIC BANGLA
- Sep 7, 2016
- 1 min read
কিংবদন্তি কণ্ঠশিল্পী লাকী আখন্দের তিনটি গানের মিউজিক ভিডিও বাজারে আনছে প্রাণ।
আজ বুধবার ইউটিউব চ্যানেল প্রাণ স্ন্যাকস টাইমে গানগুলো প্রকাশ করা হবে।

লাকী আখন্দের গাওয়া তুমুল জনপ্রিয়তা পাওয়া গান তিনটি হচ্ছে আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না এবং আগে যদি জানতাম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা রেদওয়ান রনি।
কণ্ঠশিল্পী লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে ভুগছেন অনেকদিন। বর্তমানে চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন।
তার গানগুলোর মধ্য থেকে তিনটি তুমুল জনপ্রিয় গানের নতুন সংগীতায়োজন করে ভিডিও নির্মাণ করা হয়েছে।
গানগুলো থেকে পাওয়া আয় ব্যয় হবে লাকী আখন্দের চিকিৎসায়।
সম্প্রতি লাকী আখন্দের সঙ্গে প্রাণ ফুডস লিমিটেডের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে গতকাল প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার, হেড অব মার্কেটিং আলী হাসান আলম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন, নির্মাতা রেদওয়ান রনি, শিল্পী লিমন ও কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লাকী আখন্দ ফুসফুস ক্যানসারের চিকিৎসা নিতে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। প্রাণ ফুডসের হেড অব মার্কেটিং আলী হাসান জানান, লাকী আখন্দ বাংলাদেশের সম্পদ। প্রবীণ এ শিল্পীর চিকিৎসা সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছে প্রাণ ফুডস। এ প্রসঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন বলেন, লাকী আখন্দের সৃষ্টিগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও তার গানগুলোকে নতুন প্রজন্মের কাছে বিশেষভাবে উপস্থাপনের ব্যবস্থা করবে প্রাণ। নির্মাতা রেদওয়ান রনি বলেন, এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আশা করি গানগুলোর মতো এর ভিডিও চিত্রগুলোও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।