দেখুন এবারের ঈদের আলোচিত সব মিউজিক ভিডিও!
এবার ঈদে প্রকাশিত বেশকিছু গানের মিউজিক ভিডিও ইতোমধ্যেই দর্শক-শ্রোতামহলে আলোড়ন তুলেছে। আলোচিত গানের শিল্পীরা হলেন কোনাল, মমতাজ, তাহসান, বেলাল খান ও পূজার, ইমরান' কণা প্রমুখ।
আলোচিত মিউজিক ভিডিওগুলো হচ্ছে মমতাজের 'লোকাল বাস'। এই গানটির কথা লিখেছেন যৌথভাবে লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। এর সুর-সঙ্গীত করেছেন প্রীতম হাসান। গানটি ইতোমধ্যে সঙ্গীতাঙ্গনে বেশ আলোড়ন তুলেছে।
সেরাকণ্ঠ তারকা কোনালের 'মন' গানটিও আলোচিত গানের মধ্যে অন্যতম একটি। এই গানটি এরই মধ্যে দর্শক-শ্রোতামহলে বেশ আলোচিত হয়েছে। আবদার রহমানের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন ফুয়াদ। এর ভিডিওটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের শিবরাম শর্মা। গানটিতে কোনালের সহ-মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক আমান।
কণা ও শাওনের গাওয়া 'আমাদের গল্প' গানটি প্রশংসিত হচ্ছে। এই গানটির কথা লিখেছেন তুষার হাসান এবং সুর করেছেন শাওন। ইটিউনসের প্রযোজনায় এটি নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ।
শফিক তুহিনের কণ্ঠে 'তোকে ছাড়া' গানটি ইতোমধ্যে সঙ্গীতপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলছে। এর কথা ও সুর করেছেন রাব্বী আরবি। সংগীত করেছেন রেজওয়ার শেখ। গানটি ঈগল মিউজিক থেকে প্রকাশিত হয়েছে।
তরুণ কণ্ঠশিল্পী ইমরানের কণ্ঠে 'নিশি রাতে চান্দের আলো' গানটির মিউজিক ভিডিও দর্শক-শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর এবং সংগীত করেছেন ইমরান। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন খালেদা আক্তার কল্পনা, আশফাক ও সায়রা। গানটি গত ভালোবাসা দিবসে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হওয়া 'মন কারিগর' অ্যালবামে ছিল।
তরুণ কণ্ঠশিল্পী ইমরানের কণ্ঠের 'নিশি রাতে চান্দের আলো' গানটির মিউজিক ভিডিও দর্শক-শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন...
এ ছাড়া আলোচিত গানের তালিকায় রয়েছেন তাহসানের 'প্রথম ভালোবেসে'
বেলাল খান ও পূজার দ্বৈত গানের মিউজিক ভিডিও 'অবুঝ পাখি'
লুৎফর হাসানের 'যদি কান্না কান্না লাগে' প্রভৃতি উল্লেখযোগ্য।