শ্রদ্ধা এবং শুভেচ্ছা এই কিংবদন্তী কে!
১৯০৬ সালের ১ অক্টোবর ১, এই দিনে জন্ম নেন ভারতীয় বাংলা গানের কিংবদন্তি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মণ। পুরো নাম নয়, অনেকেই তাকে চেনে। এস ডি বর্মণ নামে। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তিনি অসংখ্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ১৯২৩ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম গান করেন শচীন দেব বর্মণ। ১৯৩২ সালে ভারতের রেকর্ড প্রস্তুতকারী শীর্ষ প্রতিষ্ঠান এইচএমভিতে তিনি অডিশনে ফেল করলেন। তবে সে একই বছর তার প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয় হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস থেকে শচীন দেবের প্রথম রেকর্ডকৃত দুটি গান হল পল্লীগীতির ঢঙে গাওয়া ‘ডাকিলে কোকিল রোজ বিহানে’। ১৯৩০-এর দশকে তিনি রেডিওতে পল্লীগীতি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান এস ডি বর্মণ। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজ পরিবারের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বাংলা গানের কিংবদন্তী এই সঙ্গীত শিল্পী ১৯৩২ খ্রিস্টাব্দে ভারতের শীর্ষ রেকর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমভিতে অডিশনে ফেল করে ছিলেন। তাই বলে দমে যাননি তিনি। ফলশ্রুতিতে এবছরই তার প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয় হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস থেকে। ১৯৩৪ সালে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে তিনি গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। শুধু বাংলা গানেই নয়, পরবর্তীতে হিন্দি গানের কাজেও অংশ নেন এস ডি বর্মণ। হিন্দি সিনেমায় গান গাওয়ার পাশাপাশি অসংখ্য ছবির গানে সুর করেন তিনি। বলিউডে কাজের কারণে ১৯৪৪ সাল থেকে শচীন দেব বর্মন স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করতে শুরু করেন। ১৯৭৫ সালে প্যারালিটিক স্ট্রোক হয়ে কোমায় ছিলেন পাঁচ মাস। এরপর ৩১ অক্টোবর মৃত্যুবরণ করেন কিংবদন্তী সঙ্গীত তারকা। আজ বিখ্যাত সঙ্গীত তারকা শচিন দেব বর্মণের ১১০ তম জন্মদিন। গত প্রায় একশ বছরেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার গানের আবেদন বিন্দুমাত্র কমেনি। বেঁচে থাকতে তিনি ভক্তদের ভালোবাসা ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার। ১৯৫৮ সালে ভারতের সঙ্গীতে নাটক একাডেমি এবং এশিয়ান ফিল্ম সোসাইটি লন্ডন থেকে সম্মাননা লাভ করেন।এছাড়াও ১৯৬৯ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী খেতাব লাভ করেন শচীন দেব বর্মন। শ্রদ্ধা এবং শুভেচ্ছা এই কিংবদন্তী কে !