পূজার দুই গানে সুবীর নন্দী-ন্যানসি!
হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গান গাইলেন গুণী সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। ‘শারদ প্রাতে প্রণাম মা’তে…’ শিরোনামের গানটি এরই মধ্যে রেকর্ডিং শেষ। গানটি লিখেছেন প্রণব সাহা, সুর করেছেন রিপন চৌধুরী ও সঙ্গীতায়োজন করেছেন মধু মুখার্জী। ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটির। সুবীর নন্দী বলেন, ‘এবারের দুর্গোৎসবে গানটি বিশেষ মাত্রা যোগ করবে। গানটি গেয়ে ভালো লেগেছে। পূজার আগে থেকেই বিভিন্ন মাধ্যমে শোনা যাবে গানটি। গানটি বাজারে এনেছে ঈগল মিউজিক।
জনপ্রিয় ন্যানসিও এবারের দুর্গাপূজা উপলক্ষে একটি গানে কণ্ঠ দিলেন। সম্প্রতি ঢাকার লালমাটিয়ার একটি স্টুডিওতে গানটির কণ্ঠধারণের কাজ শেষ হয়। নতুন এ গানটিকে পূজা উপলক্ষে শ্রোতাদের জন্য উপহার হিসেবেই বলতে চাইছেন ন্যানসি। ‘ধর্ম যার যার উৎসব সবার, পূজার আনন্দে সবাই হই একাকার/ মিলিয়ে কাঁধে কাঁধ, ভুলে যাই কে কোন জাত’ এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে যৌথভাবে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও রনি।
নতুন এ গানটি গেয়ে ন্যানসি ভীষণ খুশি। তিনি বলেন, ‘আমরা যাঁরা মুসলমান, তাঁরা যেমন ঈদের সময় আনন্দ-উল্লাসে মেতে উঠি, ঠিক তেমনি দুর্গাপূজায় সর্বজনীন ভাবে সবাই অনেক মজা করে। ঈদ উপলক্ষে অনেক গান গাওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার পূজা উপলক্ষেও গাইলাম। অনুভূতিটা নিঃসন্দেহে ভালো লাগার।’
জানা গেছে, পূজা উপলক্ষে তৈরি এই গানটির জন্য গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পীদের কেউই কোনো পারিশ্রমিক নেননি। তাঁদের মতে, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে একেবারে প্রাণের তাগিদ থেকেই এ কাজটি করা। ন্যানসি বলেন, ‘এটা পুরোপুরি উৎসব কেন্দ্রিক গান। গানটিতে দুর্গাপূজার আবহ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’ ৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। এর আগেই গানটির অডিও মুক্তি পাবে বলে জানান ন্যানসি।