যেভাবে আইটেম কন্যা থেকে নায়িকা হলেন বিপাশা-দেখুন ভিডিও!
বাংলাদেশের চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে আলোচিত নাম বিপাশা কবির।
শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং ছবির আইটেম গানে পারফর্ম করার মধ্যে দিয়ে রূপালি পর্দায় হাজির হয়েছিলেন বিপাশা কবির। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পথ চলা শুরু তার। এরপর মডেলিং ও নাটকে কাজ করেছেন তিনি। তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি ছিল তার অন্যতম একটি চাওয়া। তারই রেশ ধরে এখন পর্যন্ত প্রায় ৩০ টির অধিক ছবিতে আইটেম গানে অভিনয় করেছেন তিনি।
ঢাকাই সিনেমায় নায়িকা হতে চেয়েছিলেন, কিন্তু পর্দায় এলেন আইটেম র্গাল হিসেবে। অল্প সময়েই ঢাকাই বাণিজ্যিক সিনেমায় আইটেম গান বললেই বিপাশা কবিরের নামই চলে আসতে শুরু করলো নির্মাতাদের মুখে। পোড়ামন ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর নায়িকা হিসেবে তার জিরো থেকে টপ হিরো ছবিতে বিপাশার অভিনয় প্রশংসিত হয়। এছাড়াও বিপাশা নায়িকা হিসেবে গুণ্ডামি ও ক্রিইম রোড ছবিতে অভিনয় করেছেন।
‘জিরো থেকে টপ হিরো’ ছবির গানটিতে কন্ঠশিল্পী হলেন : মারিয়া ।
শাহিন সুমন পরিচালিত ‘জিরো থেকে টপ হিরো’ ছবিটির মাধ্যমে তিনি আইটেম কন্যা হিসেবে পরিচিতি পান তিনি ছবিটি, ১৯ ডিসেম্বর ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়।
এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘গল্পে দেখা যাবে আমি একজন বার ড্যান্সার। সেখান থেকেই একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এদিকে আমাকে অন্য একজন জোর পূর্বক বিয়ে করে সে সময়। আমি এই বিয়েটি কোনভাবেই মেনে নিতে পারিনা। যাকে ভালোবাসি তার কাছে ফিরে যেতে চাই। কিন্তু বরাবরই বাঁধার সম্মুখীন হই।
এদিকে বিপাশা এই ছবিতে তিনি নিজেই একটি আইটেম গানের সাথে নেচেছেন। যেখানে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই খোলামেলা পোশাকে হাজির হয়েছেন তিনি। বিপাশার নতুন আইটেম গানটি দেখুন তারই অভিনীত মুক্তি প্রাপ্ত জিরো থেকে টপ হিরো ছবিতে।
আন্ডারওয়ার্ল্ডের মানুষদের কর্মকাণ্ড নিয়ে নির্মিত জিরো থেকে টপ হিরো। এখানে দেখা যাবে কিভাবে সাধারণ মানুষ আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পড়ে, কি কি অপরাধ করে ইত্যাদি।
বিপাশা অভিনীত আইটেম গানটি দেখুন......
দেখলে তোকে বাড়ে যে হার্ট বিট, আয়না কাছে একটু দে চাঞ্চ...
তোর দু চোঁখে দু চোঁখ রেখে দুজনে মিলে করব রোমাঞ্চ....
সাড়া দিন রাত তোকে করি ফিল, কাছে যদি পাই দিয়ে দেব দিল...
শুন্য হৃদয় আমার শুধু তোকেই খোজে, হারাতে চাই বারেবার আমি তোরই মাঝে....
দুরে থাকিস যদি থাকেনা এ দেহে প্রান, এ বুকে ওঠে যে ঝড় যদি করিস অভিমান....
‘জিরো থেকে টপ হিরো’ ছবির গানটিতে কন্ঠশিল্পীরা হলেন : মারিয়া ও ইয়াছিন।
গুণ্ডামি` ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন বিপাশা। এ প্রসঙ্গে বিপাশা বললেন, এই ছবির মাধ্যমে দর্শকরা আমাকে এক নতুন রুপে দেখতে পাবেন। চেষ্টা করেছি সুন্দরভাবে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করছি দর্শকদের ছবিটি ভালো লাগবে।
সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। সরোয়ার হোসেন পরিচালিত ‘খাস জমিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে তিনি চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করবেন।
এছাড়াও কিছুদিন আগে নায়িকা হয়েই একটি চলচ্চিত্রে কাজ শেষ করেছেন আইটেম গার্লখ্যাত বিপাশা কবির। চলচ্চিত্রের নাম 'ক্রাইম রোড'। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন কমল সরকার। পরিচালনা করছেন সায়মন তারিক। সর্বশেষ তিনি মনতাজুর রহমান আকবরের 'মাই ডার্লিং' চলচ্চিত্রে আইটেম সং-এ নেচেছেন।
এখন পর্যন্ত তিনি ২৭টি চলচ্চিত্রে আইটেম সং'এ অংশ নিয়েছেন যারমধ্যে ১৯টি চলচ্চিত্রই মুক্তি পেয়েছে। এদিকে এসএ হক অলিক পরিচালিত 'এক পৃথিবী প্রেম' চলচ্চিত্রে প্রথমবারের মতো মুজরা নৃত্যে অংশগ্রহণ করেছেন বিপাশা কবির। এতে তিনি সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরীর সঙ্গে মুজরা নৃত্য পরিবেশন করেন। ২৩ মে জন্ম নেয়া বিপাশা কবিরের গ্রামের বাড়ি নোয়াখালী।