'সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার' পেলেন শামীম আজাদ ও নাজমুন নেসা পিয়ারি!
বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখায় 'সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার' পেলেন শামীম আজাদ ও নাজমুন নেসা পিয়ারি!
বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার এ বছর পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক শামীম আজাদ এবং জার্মানি প্রবাসী লেখক ও গবেষক নাজমুন নেসা পিয়ারি।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ৬ অক্টোবর বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সভায় পুরস্কার প্রাপকদের নাম অনুমোদিত হয়।
শামীম আজাদ কবিতা, কথাসাহিত্য ও নাটক রচনা করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি চর্চার সংগঠক হিসেবে কাজ করছেন।
নাজমুন নেসা পিয়ারি শিল্প-সাহিত্যের বিভিন্ন বই অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করে থাকেন।
তিনি প্রবাসে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ।
ঢাকায় অনুষ্ঠিতব্য অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে আনুষ্ঠানিকভাবে তাদের এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী প্রবাসী বাঙালি লেখক এবং কবি-সাহিত্যিকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখেন তাদের মধ্যে থেকে ২০১৪ সাল থেকে প্রতিবছর দু'জনকে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এর আগে সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কারে ভূষিত হয়েছেন ড. ফ্রাঁস ভট্টাচার্য, মন্জু ইসলাম, ইকবাল হাসান ও সৈয়দ ইকবাল। ২০১১ সাল থেকে প্রবর্তিত 'বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার'টি ২০১৪ সাল থেকে পরিবর্তিত হয়ে 'সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার' হিসেবে প্রদান করা হচ্ছে।
প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় গভীরতাময় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন তাদের মধ্যে থেকে দুজনকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।