প্রোফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা শিখুন!
অনলাইন জগতে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়ার নাম ইউটিউব। এটি এতটাই জনপ্রিয় যে এখন এর ইউজার প্রায় বিলিয়ন। ইউটিউব এখন আর শুধু মুভি দেখা বা গান শুনার জন্য নয়। এখানে টিউটোরিয়াল দেখে অনেক কিছু শেখা যায় আবার কোন নতুন পণ্য বা সার্ভিস সম্পর্কে জানতে চাইলেও জানা যায়। তাই ব্যবসায়ের প্রচারের জন্য ইউটিউব একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন বড় বড় কোম্পানী আজ ইউটিউবে ভিডিও প্রচারের মাধ্যমে নিজেদের পণ্যের মার্কেটিংও করছে। ইউটিউব ভিডিও মার্কেটিং করার জন্য শুধু একটি ভিডিও প্রকাশ করলেই হয় না, সেই ভিডিও মানুষের কাছে পৌছাতে হয়। ভিডিও মানুষের কাছে পৌছাতে কিছু কাজ করতে হয়। ইউটিউবে ভিডিও Organic ভিউ হলে সবচেয়ে বেশি ভালো। কিভাবে ইউটিউব –এর মাধ্যমে Organic ভিউ পাবেন তা নিয়ে চলুন একটু আলোচনা করি – ১. প্রোফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করাঃ ইউটিউবের ভিডিওর Organic রিচ বৃদ্ধি করানোর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে তা হল একটি প্রোফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এখানে প্রোফেশনাল বলতে চ্যানেলের প্রতিটি ক্ষেত্র পরিপূর্ণ তথ্য সম্বলিত হওয়াকে বুঝানো হচ্ছে। চ্যানেলের একটি গুরুত্বপূর্ন অংশ হল About মেনু। About মেনু এর মধ্যে Description দেয়ার বক্স পাবেন । যেখানে আপনার চ্যানেলের একটি বিবরণ দিতে হবে। এই Description বিবরণ লেখার সময় অবশ্যই কীওয়ার্ড ব্যবহার করতে হবে। শুধু Description নয়, এখানে আপনি আপনার Website এর লিঙ্ক, অন্যান্য Social Media Account এর লিঙ্ক দিতে পারবেন। প্রধানত Description এর Keyword আপনাকে সার্চ এ আপনার চ্যানেল আসতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি ভিডিও এর Organic Views পেতে পারেন।
২. কীওয়ার্ড রিসার্চঃ অনেক ভিডিও মার্কেটার ভালো ভিডিও তৈরি করেও কোন সফলতা পায় না। এর অন্যতম কারণ হলো তারা কীওয়ার্ড রিসার্চ করে না অথবা এমন একটি কীওয়ার্ড টার্গেট করেছে যেই কীওয়ার্ড দিয়ে তেমন সার্চ হয় না । কীওয়ার্ড রিসার্চের জন্য আপনারা একটি অন্যতম জনপ্রিয় টুল Google Keyword Planner ব্যবহার করতে পারেন। এছাড়া ইউটিউবের জন্য কীওয়ার্ড রিসার্চের অন্যতম এবং গুরুত্বপূর্ন একটি টুল হল ইউটিউবের সার্চ বার। এই সার্চ বারে কোন একটি ওয়ার্ড টাইপ করলে তার রিলেটেড আর কিছু ওয়ার্ড সাজেস্ট করে।যা আপানার ভিডিও-এর জন্য গুরুত্বপূর্ন কীওয়ার্ড। ৩. ভিডিও অপ্টিমাইজ করাঃ একটি ভিডিও organic ভিউ হওয়ার জন্য ইউটিউব সার্চ রেজাল্টে র্যাঙ্ক করাটা গুরুত্বপূর্ন। এই র্যাঙ্ক করতে শুধু আপলোডের পর অপ্টিমাইজ করতে হয় না আপলোডের পূর্বেও অপ্টিমাইজ করতে হয়। তাই ভিডিও এর ফাইল নামটিতে কীওয়ার্ড ব্যবহার করতে হবে। কীওয়ার্ড নির্ভর টাইটেল দিতে হবে, Description এ যেনো কীওয়ার্ড থাকে এবং Tag বক্স এ Major Keyword এর পাশাপাশি অনেক গুলো Relevant Keyword –ও দিতে পারবেন যা সার্চ এ আসতে যথেষ্ট সাহায্য করবে। ভিজিটরদের আকর্ষন করে ভিউ বৃদ্ধি করার জন্য অনপেজ অপটিমাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ন একটি কাজ হল ভিডিওতে আকর্ষনীয় Thumbnail ব্যবহার করা। আমরা অনেক সময় অনেক ভিডিওতে প্রয়োজন ছাড়া ক্লিক করি শুধু মাত্র Thumbnail দেখে। তাই Thumbnail ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিভিন্ন ছবি এবং লেখার মাধ্যমে আকর্ষনীয় Thumbnail তৈরি করতে পারেন। আপনি চাইলে কোন গ্রাফিক্স ডিজাইনার দিয়েও Thumbnail তৈরি করে নিতে পারেন।
৪. Annotations ভিডিও ভিজিটর বৃদ্ধি করারনোর জন্য আরেকটি টুল হল Annotations। প্রতিটি ভিডিও – এর সাথে আপনাকে annotation ব্যবহার করতে পারলে ভালো । বিশেষ করে যদি কোন রিলেটেড ভিডিও হয় তাহলে অবশ্যই করা উচিত। তাহলে ভিজিটর একটি ভিডিও দেখার পর এরেকটি ভিডিও দেখার চেষ্টা করে। এছাড়া যখন কোন একটি ভিডিও ভিজিটরের ভালো লাগে এবং আরেকটি ভিডিও দেখার অপশন দেখে তখন তা ভিজিটরকে আকর্ষন করে। তাই অবশ্যই প্রতিটি ভিডিওতে অন্য একটি ভিডিও লিঙ্ক সহ Annotations ব্যবহার করা উচিত ।
৫. সোশ্যাল শেয়ারঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব আমরা সবাই জানি। তাই ভিডিও তে Organic ভিউ পেতে হলে আপনাকে অবশ্যই সোশ্যাল শেয়ার করতে হবে। অনেকে ইচ্ছেমত শেয়ার করে। কিন্তু এটি ভুল কারণ আপনি যদি টার্গেটেড জায়গায় শেয়ার না করেন তাহলে ভালো ভিউ পাবেন না। তাই টার্গেটেড ফেসবুক গ্রুপ বা টার্গেটেড সোশ্যাল প্লাটফর্মে শেয়ার করতে পারেন।