Search
এ গান কি "ইন্দ্রনীল" এর না "বুলবুল" এর, কার?
- MUSIC BANGLA
- Nov 7, 2016
- 1 min read
দেশবরেন্য গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এর কথা ও সুরে জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর গাওয়া জনপ্রিয় ও বহুল আলোচিত “অন্তর জ্বলেরে জ্বলে অন্তর” গানটি গেয়ে নিজের নামেই আপলোড করলেন ইন্দ্রনীল সেন। এ প্রসংঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ফেইসবুক পেইজএ একটি পোষ্ট দেন। এবং তাতে ইন্দ্রনীল এর উদ্দেশ্যে একটি ছোট্ট বাক্য ব্যাবহার করেন....
ইন্দ্রনীল, সুরকার হিসেবে 'তোমার' নাম এবং গীতিকার হিসেবে 'কোরাক' এর নাম দিয়ে তুমি তোমার নিজের সম্মান নষ্ট করেছো, এর বেশি কিছু নয়।
কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর গাওয়া জনপ্রিয় ও বহুল আলোচিত “অন্তর জ্বলেরে জ্বলে অন্তর” গানটি দেখুন।

এই জাতীয় আরোও পোষ্ট দেখুন ঃ