top of page

রোমান্টিক গানের দৃশ্যে শাকিব খান ও তিশা(ভিডিও)!

  • Writer: MUSIC BANGLA
    MUSIC BANGLA
  • Nov 7, 2016
  • 1 min read

Shakib Khan & Nusrat Imrose Tisha

নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।

তিশা ২০ ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন।

১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশা’র মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। ১৯৯৭ সালে অনন্ত হীরার সাতপেড়ে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা এঞ্জেল ফোর নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন। তিশা, রুমানা, নাফিজা ও কণা এই চারজন গঠন করেন ব্যান্ডদল 'অ্যাঞ্জেল ফোর'। যদিও সে ব্যান্ড দলটি বেশিদূর এগোতে পারেনি। ২০০৩ সাল থেকে নাটকে অভিনয়ের ব্যস্ততা আর অন্য সদস্যরা যে যার কাজে ব্যস্ত থাকায় দলটি ভেঙে যায়।

তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তিশা টিভি নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।


পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিশা।

তিশা অভিনীত চলচ্চিত্রের নাম 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,টেলিভিশন,রানওয়ে,বাহাত্তর ঘন্টা,টেলিভিশন, ডুবোশহর, অস্তিত্ব,ডুব,সর্বশেষে মেন্টাল।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ সিনেমার একটি গানের দৃশ্যে শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা।


তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে- 'আরমান ভাই' সিক্যুয়াল, 'নুরুল হুদা একদা ভালোবেসেছিল', 'অরণ্যে জ্যোৎস্না' ইত্যাদি এছাড়াও অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটকে কাজ করেছেন তিনি।

তিশার পুরস্কার ও সম্মননা।

  • ১৯৯৫ সালে নতুন কুঁড়ির জাতীয় পুরুস্কার

  • মেরিল-প্রথম আলো পুরস্কার

  • শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী (নারী) (তারকা জরিপ) - ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫

  • শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - ২০১১, ২০১৫

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - ২০০৯

  • সেরা মডেল (নারী) - ২০০৫

  • CZFV পুরষ্কারপ্রাপ্ত (২০০৪-২০০৫)

  • চ্যানেল আই -এর দুবাই পুরস্কার

  • এনটিভি -এর লন্ডন পুরস্কার।

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page