প্রকাশিত হল ‘দ্য লিজেন্ড-আপেল মাহমুদ’
আপেল মাহমুদ নামটি শুনলেই প্রথমেই একটি গান মনে পড়বে তা হল ‘। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে রাখা এই কিংবদন্তী সংগীতশিল্পীর ‘দ্য লিজেন্ড আপেল মাহমুদ’ শিরোনামে অ্যালবাম প্রকাশিত হয়েছে।
‘দ্য লিজেন্ড-আপেল মাহমুদ’ অ্যালবামটি মূলত আধুনিক, ফোক এবং পুরনো দিনের মোট ৬৮ টি গানের সংস্করণ। অ্যালবামের বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
গত মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অ্যালবামটির মোড়ক খোলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে আপেল মাহমুদের গাওয়া কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়েছিল। সেই গানগুলো এখনো মানুষ শুনছে। যত দিন বাঙািল এবং বাংলাদেশ থাকবে তত দিন আপেল মাহমুদ তাঁর গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।’
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপেল মাহমুদ, নমিতা ঘোষ, খায়রুল আলম সবুজ, খুরশীদ আলম, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, প্রিন্স মাহমুদ, কাজী হাবলু, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রবি চৌধুরী, বিপ্লব ও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রাশেদ উদ্দিন তপু, এফএ সুমন প্রমুখ। পাশাপাশি এতে আছে খান আতাউর রহমান, রফিকুজ্জামান, আলাউদ্দিন আলী, লাকী আখন্দ, সেলিম আশরাফ, কবি জাহিদুল হক, মনিরুজ্জামান মনির, আশরাফ প্রমুখ গীতিকার ও সুরকারের গান।