শিল্পীর সুরক্ষায় যাত্রা শুরু “শিল্পীর পাশে ফাউন্ডেশন”
শিল্পীরা সমাজের শক্তি আর সুন্দরের প্রতিচ্ছবি। সামাজিক মানুষের উদ্যম আর আবেগ ধরা আছে তাদের বুকে। কিন্তু শিল্পীর জীবনেও কখনও কখনও নেমে আসে দুর্দিন। তেমনি সময়ে প্রয়োজনীয় শক্তি আর সমর্থন নিয়ে শিল্পীর পাশে দাঁড়িয়ে যাওয়ার প্রেরণা থেকেই গড়ে উঠেছে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’
রাজধানীল হোটেল ওয়েস্টিনের বলরুমে গতকাল (১৯ নভেম্বর) দুপুর ১২-৩০টায় সংস্কৃতি ভুবনের সকল শাখার শিল্পীদের অংশগ্রহণে মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই ফাউন্ডেশনের।
উদ্বোধনী আয়োজনে বাংলা সঙ্গীতভুবনের নীল মণিহার লাকি আখান্দ এবং বাংলা গানে সুরের বরপুত্র সুরকার আলাউদ্দিন আলিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা চেক প্রদান করা হয়।
ফাউন্ডেশনের মুখ্য উদ্যোক্তা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনিসুল হক এ বিষয়ে জানান, শিল্পীরা সমাজের মুখচ্ছবি। বাংলাদেশের শিল্পীরা চিরকাল আমাদের ভালোবাসার, আমাদের গৌরব। বিশ্বের বুকে তারাই আমাদের প্রতিনিধি। প্রজন্মের প্রেরণা। শিল্পীরা ভালো না থাকলে সমাজের পক্ষেও ভালো থাকা অসম্ভব। এখন থেকে আর কোনো শিল্পীকে যাতে তার শিল্প সাধনায় বাধাগ্রস্ত হতে না হয় সেদিকে সজাগ নজর রাখবে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য দেন ট্রাস্টি সদস্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘শিল্পীরা ভিখারি নন, তাঁরা যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারেন, সেটা নিয়ে আনিসুল হকের সঙ্গে কথা বলি। শিল্পীদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে তাঁদের কারও কাছে হাত পাততে হবে না। এ ধরনের উদ্যোগে সবারই এগিয়ে আসা উচিত।’ শিল্পীর পাশে ফাউন্ডেশনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।
এছাড়াও বক্তব্য দেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক মনজুরুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু প্রমুখ।
মধ্যে লাকী আখন্দকে দেয়া হয় সর্বোচ্চ ৪০ লাখ, আলাউদ্দীন আলীকে ২০ লাখ এবং শাম্মী আখতারকে ১০ লাখ টাকার চেক। অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনটির তহবিল সংগ্রহের জন্য আগামী ফেব্রুয়ারিতে বড় একটি কনসার্টেরও আয়োজন করা হবে।
ফাউন্ডেশনটি পরিচালনার জন্য দেশবরেণ্য ১৯ জন ব্যক্তিত্বকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া রয়েছেন আসাদুজ্জামান নূর এমপি, মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, আলী যাকের, ফরিদুর রেজা সাগর, আবুল খায়ের লিটু, সৈয়দ আব্দুল হাদী, নাসির উদ্দীন ইউসুফ, আবদুল মাতলুব আহমাদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. মুহম্মদ জাফর ইকবাল, ফয়সাল সিদ্দিকী বগি, সিদ্দিকুর রহমান, ওমর সাদাত ও মেয়র আনিসুল হক।
লাকি আখান্দকে ৪০ লাখ ও আলাউদ্দিন আলিকে ২০ লাখ টাকার চেক তুলে দেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ ও সঙ্গীতশিল্পী ফেরদৌসি রহমান।
নাতিশীতোষ্ণ দুপুরে শিল্পীর পাশে ফাউন্ডেশনের উদ্বোধনী এ আয়োজন শিল্পাঙ্গনের ঝাঁক ঝাঁক তারকার উপস্থিতিতে হয়ে ওঠে এক মিলনমেলা।
এখানে ছিলেন চলচ্চিত্রজগতের তারকা আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস সঙ্গীতশিল্পী সুবীর নন্দী, ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌসী রহমান, সুজিত মোস্তফা, ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা, আইউব বাচ্চু, ইমন সাহা, শওকত আলি ইমন আনিসুল হক, গীতিকার গোলাম মোর্শেদ, আসিফ ইকবাল ও আরও অনেক খ্যাতিমান তারকারা।
বাংলার দুই কৃতী শিল্পী লাকি আখান্দ ও আলাউদ্দিন আলির জীবনী তুলে ধরে দুটো বায়োপিক প্রদর্শিত হয় অনুষ্ঠানে।
উভয় শিল্পীর বেশ কিছু গানের সম্মিলনে একটি মেডলিও উপস্থাপন করা হয়। বাংলাদেশে সকল প্রকার শিল্পীদের মধ্যেকার এ মেলবন্ধন আরও কার্যকর এবং অটুট রাখার ইতিবাচক প্রত্যয়ে শেষ হয় শিল্পীর পাশে ফাউন্ডেশনের প্রথম আয়োজন।