বিপ্লবীর প্রতি বিপ্লবীর সম্মান৷
তিনি হিমালয়ের মতো৷ আমার হিমালয় দর্শন হল ৷এরকমই এক অনন্য উক্তিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জড়িয়ে নিয়েছিলেন ফিদেল কাস্ত্রো৷ দুই কিংবদন্তী নেতা এখন অতীত৷ ১৯৭৫ সালে খুন করা হয়েছিল মুজিবুর রহমানকে৷ চার দশক পরে তাঁর বন্ধু ফিদেল কাস্ত্রোর প্রয়াণ হল৷ বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন দেশ গঠনের ভূমিকায় বিশ্ব রাজনীতিতে এই দুই ব্যক্তিত্বের উজ্জ্বল পরিচিতি ৷
১৯৭৩ সালে আলজিরিরায় অনুষ্ঠিত হয় জোট নিরপেক্ষ সম্মেলন৷ সে দেশের রাজধানী আলজিয়ার্সে দেখা হয়েছিল ফিদেল কাস্ত্রো ও মুজিবুর রহমানের৷ পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ও তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে তখন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শৈশব কাল৷ অন্যদিকে বিপ্লব ও স্বাধীন রাষ্ট্র গঠনের পর দুটি দশক পার করে ফেলেছে কিউবা৷ রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব খবর পৌঁছাত৷ তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে উদগ্রীব ছিলেন ৷
আলজিরিয়ায় হয়েছিল দেখা৷ বঙ্গবন্ধুর সঙ্গে আর প্রথম দর্শনেই আপ্লুত কিউবার প্রবাদপ্রতিম রাষ্ট্রনায়ক৷ ফিদেল কাস্ত্রোর সেই বিখ্যাত উক্তি- ‘আমি হিমালয় দেখিনি৷ কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি৷ ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষই হিমালয়। তাই আমার হিমালয় দেখা হয়ে গেলো‘৷ (“I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas.”)
বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের প্রতি কিউবার প্রেসিডেন্টের এই উপলব্ধির পিছনে রয়েছে প্রগাঢ় শ্রদ্ধা৷ বিপ্লবীর প্রতি বিপ্লবীর সম্মান৷ যে সম্মানে মিশে রয়েছে তুষার প্রাচীর হিমালয়৷ বঙ্গবন্ধুর মধ্যে চির অম্লান সেই হিমালয় খুঁজে পেয়েছিলেন ফিদেল কাস্ত্রো৷