top of page

বিপ্লবীর প্রতি বিপ্লবীর সম্মান৷

তিনি হিমালয়ের মতো৷ আমার হিমালয় দর্শন হল ৷এরকমই এক অনন্য উক্তিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জড়িয়ে নিয়েছিলেন ফিদেল কাস্ত্রো৷ দুই কিংবদন্তী নেতা এখন অতীত৷ ১৯৭৫ সালে খুন করা হয়েছিল মুজিবুর রহমানকে৷ চার দশক পরে তাঁর বন্ধু ফিদেল কাস্ত্রোর প্রয়াণ হল৷ বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন দেশ গঠনের ভূমিকায় বিশ্ব রাজনীতিতে এই দুই ব্যক্তিত্বের উজ্জ্বল পরিচিতি ৷

১৯৭৩ সালে আলজিরিরায় অনুষ্ঠিত হয় জোট নিরপেক্ষ সম্মেলন৷ সে দেশের রাজধানী আলজিয়ার্সে দেখা হয়েছিল ফিদেল কাস্ত্রো ও মুজিবুর রহমানের৷ পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ও তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে তখন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শৈশব কাল৷ অন্যদিকে বিপ্লব ও স্বাধীন রাষ্ট্র গঠনের পর দুটি দশক পার করে ফেলেছে কিউবা৷ রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব খবর পৌঁছাত৷ তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে উদগ্রীব ছিলেন ৷


আলজিরিয়ায় হয়েছিল দেখা৷ বঙ্গবন্ধুর সঙ্গে আর প্রথম দর্শনেই আপ্লুত কিউবার প্রবাদপ্রতিম রাষ্ট্রনায়ক৷ ফিদেল কাস্ত্রোর সেই বিখ্যাত উক্তি- ‘আমি হিমালয় দেখিনি৷ কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি৷ ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষই হিমালয়। তাই আমার হিমালয় দেখা হয়ে গেলো‘৷ (“I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas.”)

বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের প্রতি কিউবার প্রেসিডেন্টের এই উপলব্ধির পিছনে রয়েছে প্রগাঢ় শ্রদ্ধা৷ বিপ্লবীর প্রতি বিপ্লবীর সম্মান৷ যে সম্মানে মিশে রয়েছে তুষার প্রাচীর হিমালয়৷ বঙ্গবন্ধুর মধ্যে চির অম্লান সেই হিমালয় খুঁজে পেয়েছিলেন ফিদেল কাস্ত্রো৷

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page