মাত্র ১৪ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে অংশ নিই।
দেশবরেণ্য গীতিকবি, সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুক্তিযুদ্ধ, দেশের গান, যুদ্ধ-পরবর্তী স্মৃতি, মহান বিজয় দিবসের ভাবনা ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে।
কেমন আছেন আপনি ? শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছি।
আর এ জন্যই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলে টক শোর প্রস্তাব পেয়েও অংশগ্রহণ করতে পারছি না। বিজয় দিবস উপলক্ষে আপনার কাজের কথা বলুন ? অসংখ্য দেশের গান থেকে নতুন করে পাঁচটি গানের মিউজিক ট্র্যাক করেছি। এর মাধ্যমে দর্শক-শ্রোতারা পছন্দের গানগুলো ওয়েলকাম টিউন এবং রিংটোন হিসেবে ব্যবহার করতে পারেন। গানগুলো হচ্ছে_ 'সবকটা জানালা', 'একাত্তরের মা জননী', 'মাগো আর তোমাকে', 'ও মাঝি নাও ছাড়িয়া দে', 'সেই রেল লাইনের ধারে'। এখন শ্রোতারা চাইলেই গানগুলো মোবাইল ফোনে ওয়েলকাম টিউন ও রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন।
সর্বোচ্চ সংখ্যক দেশের গান তো আপনারই করা .. সংখ্যার বিচারে আমিই সবচেয়ে বেশি দেশের গান তৈরি করেছি। এর মধ্যে সাবিনা ইয়াসমীনের কণ্ঠে আমার তৈরি গানগুলো শ্রোতারা সবচেয়ে বেশি গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে_ 'সব কটা জানালা খুলে দাও না', 'মাঝি নাও ছাইড়া দে', 'সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য'।
কৈশরে রণাঙ্গনে আপনার অভিজ্ঞতার কথা কিছু বলুন ? মাত্র ১৪ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধের অংশ নিই।'৭১-এর ভয়ঙ্কর পরিস্থিতিতে সাইকেল চালিয়ে রাস্তায় রাস্তায় অনেক মুক্তিযোদ্ধাসহ অসংখ্য মানুষের লাশ পড়ে থাকতে দেখেছি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গণহত্যার নির্মম সেই দৃশ্য এখনো চোখের সামনে ভেসে ওঠে। নিজের চোখে দেখা এই দৃশ্যগুলো আমাকে মুক্তিযুদ্ধে অংশ নিতে দারুণভাবে উদ্বেলিত করেছে। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন ? ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব ও অহঙ্কারের দিন। কারণ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এ দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে। এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। এক সঙ্গে হানাদার বাহিনী মাথা নিচু করে মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে ছিল। এ জন্য ১৬ ডিসেম্বর রক্তনদী পেরিয়ে আসা আনন্দ-বেদনায় মিশ্রিত বিজয়ের শুভক্ষণ। এই দিন, বিজয়ের গৌরবে বাঁধভাঙা আনন্দের দিন। একই সঙ্গে এই দিন লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন। তাই বিজয় দিবস উপলক্ষে সবাইকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার দৃঢ আহ্বান জানাচ্ছি। সংগীতজীবনে আপনার প্রাপ্তির কথা বলুন ?
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতির পুরস্কারসহ অন্য অনেক পুরস্কার পেয়েছি।