'আবার দুজনে' মায়ের সঙ্গে বাঁধনের গান !
এক দশক পর মেয়ে বাঁধনের সঙ্গে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
অ্যালবামের নাম 'আবার দুজনে'। আগামী ১ জানুয়ারি এটি প্রকাশ হবে। অ্যালবামে গান থাকছে সর্বমোট ১০টি। এতে সাবিনা ও বাঁধনের দ্বৈতকণ্ঠে রয়েছে তিনটি গান। এর মধ্যে মা-মেয়ে দু'জন মিলে 'অনুরাগ' চলচ্চিত্রের 'কত ভালো লাগে এই দিন' গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন। বাকি দুটি গানের শিরোনাম হলো 'ইচ্ছে করে ছোট্টবেলায় আবার ফিরে যাই' ও 'এক চোখে সুর তোমার, অন্য চোখে কথা'।
গানগুলোর সুর-সঙ্গীত করেছেন মাকসুদ জামিল মিন্টু, রাজেশ ঘোষ ও মন। বাঁধন বলেন, অ্যালবামের নামটি মা-ই দিয়েছেন। ২০০৬ সালে আমার প্রথম একক 'প্রতিচ্ছবি' অ্যালবামে মায়ের সঙ্গে চারটি গান গেয়েছিলাম। বছরের প্রথম অ্যালবাম হিসেবে আগামী ১ জানুয়ারি এটি প্রকাশ হবে। এটি প্রথমে অনলাইনে ও সপ্তাহ দুয়েক পর গানগুলো সিডি আকারে বাজারে আসবে।'