“সাত বছর ধরে তৈরি হল “জানাডু”
- MUSIC BANGLA
- Dec 22, 2016
- 1 min read
বিল গেটসের এই বাড়ি তৈরি করতে লেগেছিল সাত বছর। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। এই মুহূর্তে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ৮,১৭০ কোটি ডলার। ফোর্বসের তালিকা অনুযায়ী ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার এক নম্বরে। ২০০৮-এ ছিটকে গেলেও ২০০৯-এ ফের শীর্ষস্থানে ফিরে আসেন। এ বছরও প্রথম স্থান থেকে তাঁকে নামাতে পারেননি কেউ। ওয়াশিংটনের মেডিনায় লেক ওয়াশিংটনের পাশে ৬৬ হাজার স্কোয়্যার ফুটের ওপর তৈরি হয়েছে বিলাসবহুল এই বাংলো। সাত বছর ধরে ৬ কোটি ৩২ লক্ষ ডলার ব্যয়ে তৈরি হয়েছে বিল গেটসের এই ‘আস্তানা’। তবে বাড়ি তৈরির অঙ্কটা দেখতে বেশ হোমড়া চোমড়া হলেও আসলে তা নাকি গেটসের মোট সম্পত্তির মাত্র ০.১ শতাংশ! গ্যালারি থেকে জেনে নিন বিল গেটসের বাড়ি সম্বন্ধে এমনই কিছু তথ্য যা আপনার নাও জানা থাকতে পারে।