top of page

বাংলাদেশ টেলিভিশন "শুভ জন্মদিন"

  • Writer: MUSIC BANGLA
    MUSIC BANGLA
  • Dec 25, 2016
  • 2 min read

‘প্রথম বাংলা টিভি ১৯৬৪-২০১৬, বাংলাদেশ টেলিভিশন শুভ জন্মদিন, মাঝে বড় করে ‘৫২’ লেখা ব্যানারসহ লাল, নীল ও সবুজ রঙের ৫২টি বেলুন উড়িয়ে বিটিভির ৫২ বছর পূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

১৯৬৪ সালের আজকের দিনে তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কোম্পানি) জাপানের সহায়তায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে টেলিভিশন কর্পোরেশন ও স্বাধীনতা উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশে টেলিভিশন একটি সরকারী গণমাধ্যমে রূপান্তরিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিমন্ডলে টেলিভিশন কেন্দ্র স্থানান্তর করা হয়। সারাদেশের নানা প্রান্তের বিটিভির ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করা হয়ে থাকে।


১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার কাজ প্রক্রিয়াধীন।


দেশের সীমানা পেরিয়ে ২০০৪ সালের ২১ এপ্রিল থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড এবং ২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার করা হচ্ছে।


বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তি হবে রোববার (২৫ ডিসেম্বর)। এদিন সকাল ৯টা ৪০ মিনিটে চ্যানেলটিতে রয়েছে তথ্যচিত্র ‘ডিআইটি থেকে রামপুরা’।


দিনটি উদযাপনের জন্য ঢাকার রামপুরায় বিটিভির সদর দফতরে সকাল ১০টা থেকে রয়েছে দুই ঘণ্টার প্রীতি সম্মিলনী। এখানে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করা হবে সরাসরি।


বিটিভির মহাপরিচালক এস.এম. হারুন-অর-রশীদ বলেছেন, ‘বিটিভি বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল। ১৯৬৪ সাল থেকে অদ্যবধি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ, মঞ্চসজ্জা ও সম্প্রচারের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। প্রতিযোগিতার এ যুগে অসংখ্য স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে বিটিভি এখনও স্বতন্ত্র। দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়কে উপজীব্য করে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি নির্মল আনন্দদায়ক বিনোদনমূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে বিটিভি। আগামীতেও এটা অব্যাহত থাকবে।’


বিটিভির জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম দম্পতি। এ ছাড়াও এসেছিলেন অভিনেত্রী নিমা রহমান, রোকেয়া প্রাচী, মুনিরা ইউসুফ মেমী, তমালিকা কর্মকার, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কণ্ঠশিল্পী রফিকুল আলম, অভিনেতা ঝুনা চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, রফিকুল্লাহ সেলিম।


টিভি সংগঠনগুলোর মধ্যে ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, নাট্যকার সংঘের নাট্যকার মাসুম রেজা ও চয়নিকা চৌধুরী এবং প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশের সভাপতি উপস্থাপক আবদুন নূর তুষার, সাধারণ সম্পাদক আনজাম মাসুদ, সহ-সভাপতি খন্দকার ইসমাইল ও আন্তর্জাতিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।


বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, ফেরদৌস আরা, শাহনাজ বেলী ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। উপস্থাপনা করেন ফেরদৌস বাপ্পী। দর্শকসারির ডানপাশে চিত্রশিল্পীরা ছবি এঁকেছেন। এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে।

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page