top of page

রবীন্দ্র সংগীত জগতে বীথি পান্ডে এক নতুন তারকা..স্বস্তীকা মুখোপাধ্যায়।


BITHI PANDEY

বীথি পান্ডে রবীন্দ্র সংগীত শিল্পী। ময়মনসিংহ শহরে বেড়ে ওঠা এক কিশোরী বীথি। ছেলেবেলায় বীথির বাবা দিলীপ পান্ডের ইচ্ছা ছিল মেয়ে বড় শিল্পী হবে। প্রিয় বাবার একমাত্র আদরের কন্যা বীথি, ছোটবেলা থেকেই খুব যত্ন করে গান শিখেছে। আজ সত্যি সত্যিই বাবার ইচ্ছে পুরন করেছেন বীথি, রবীন্দ্র সাধনায় বীথি আজ একজন পরিপুর্ণ রবীন্দ্রসংগীত শিল্পী।


মাত্র পাঁচ বছর বয়সে মরহুম বদরুল হুদার হাত ধরে বীথির সংগীত জীবনে প্রবেশ। তারপর ধীরে ধীরে ওস্তাদ সুনীল ধর এবং অসীত দে-র কাছে শাস্ত্রীয় সংগীতের শিক্ষা। রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বীথির পরিচয় হয় সর্বজন শ্রদ্ধেয় মরহুম ওয়াহিদুল হক স্যারের সঙ্গে। তিনিই বীথিকে কবিগুরুর গানে উৎসাহিত করে তোলেন। পরবর্তীতে রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. আ.বা.ম. নূরুল আনোয়ারের কাছে রবীন্দ্র সংগীতে চর্চা শুরু করেন বীথি। সেই থেকেই শুরু, রবীন্দ্রসংগীতে উচ্চ শিক্ষা লাভের জন্য বীথি কোলকাতার বিশ্বভারতী'র (শান্তিনিকেতন) সংগীত ভবন থেকে রবীন্দ্রসংগীত বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন, এ সময়ই অনুভব করেন বাঙালীর সঙ্গে রবীন্দ্রনাথের চিরন্তন যোগ সুত্র। বীথি জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথের গানে উচ্চতর গবেষনায় নিজেকে নিয়েজিত রাখতে চান।

Ridoy Nondon Bone Album : Bithi Pandey

২০১৩ সালে শ্রদ্ধেয় শ্রী সঞ্জীবদে'র অনুপ্রেরনায়, বিশ্বভারতী'র সংগীত ভবনের অধ্যাপিকা শ্রীমতি স্বস্তীকা মুখোপাধ্যায়ের সার্বিক তত্ত্বাবধানে এবং কোলকাতার অন্যতম সংগীত ব্যাক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়ের সংগীতায়জনে “হৃদয় নন্দন বনে” শিরোনামে বীথির প্রথম রবীন্দ্রসংগীত এর অ্যালবাম প্রকাশিত হয় ঢাকার স্বনামধন্য অডিও প্রযোজনা হাউজ লেজার ভিশন থেকে। “হৃদয় নন্দন বনে” এ্যলবামে বীথির গান শোনার পর, কোলকাতার বিশ্বভারতী'র (শান্তিনিকেতন) এর গুনীজন সহ বাংলাদেশের আনেকেই রবীন্দ্রসংগীতে বীথির সাফল্যের তারিফ করেন।


বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ সঞ্জীব দে বলেন, বীথির কন্ঠে রবীন্দ্রনাথের গান শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। আর এটাই তার রবীন্দ্রসাধনার সফলতা। আমি বীথির আগামী দিনের সাংগীতিক সমৃদ্ধি কামনা করছি।


স্বস্তীকা মুখোপাধ্যায় বলেন, রবীন্দ্র সংগীতের জগতে বীথি এক নতুন তারকা। শান্তিনিকেতনের শিক্ষায় শিক্ষিত এই নবীন শিল্পী আমাদের মনে এক নতুন আশা জাগিয়েছে। শান্তিনিকেতন এর খোলা হাওয়ার স্পর্শ তার গলায় রয়েছে। তার গান গুলি এক গভীর নিবেদন।


এবারের রবীন্দ্রজয়ন্তীতে আসছে , কবিগুরুর প্রেমে সিক্ত বীথি পান্ডের নিবেদন “যখন এসেছিলে” শিরোনামের অ্যালবামটি।

অ্যালবামটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতি পর্যায়ের দশ টি অসাধারন গান দিয়ে। অ্যালবাম টির অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।


এ প্রসঙ্গে বীথি পান্ডে বলেন, রবীন্দ্রপ্রেম সিক্ত এ অ্যালবামের গান গুলো আমার অনেক ভাললাগা ও ভালবাসার। যা আমি চেষ্টা করেছি অন্তরের অন্তস্থল থেকে হৃদয়স্পর্শ করে গাইতে। গান গুলির গায়কী আমার প্রিয় শ্রোতাদের যদি এক মুহুর্তর জন্যেও ভাল লেগে থাকে সেটাই হবে আমার সকল পরিশ্রমের সার্থকতা। শ্রোতাদের মাঝে গান দিয়েই বেঁচে থাকতে চাই আজীবন। সবাই আমার জন্য দোয়া করবেন।

To Listen Music & Detail About : BITHI PUNDAY.

Comments


  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page