লালন ফিউশন করলেন-বর্ণ চক্রবর্তী!
- MUSIC BANGLA
- Sep 10, 2016
- 1 min read
‘রবীন্দ্র ফিউশন’-এর পর এবার লালন সাঁই-এর কালজয়ী সব গান নিয়ে ফিউশন করলেন হালের তরুণ সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী। ১১টি গান দিয়ে ‘লালন ফিউশন-১’ শিরোনামের অ্যালবামটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেছে অনলাইনভিত্তিক চ্যানেল ‘হিউজ টিভি’।

হিউজ ষ্টুডিও-এর ব্যানারে লালন সাঁই-এর ১১টি ভিন্ন ধাঁচের গান নিয়ে প্রকাশ হল ‘লালন ফিউশন-১’। সবকটি গানই রেকর্ড হয়েছে হিউজ ষ্টুডিওতে। গানের সার্বিক সঙ্গীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী নিজেই। লালনের পরিচিত ও জনপ্রিয় গানগুলোই একটু ভিন্নভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছেন বর্ণ।
অ্যালবামের গানগুলো হলো- বাড়ির কাছে আরশি নগর (মেজবা বাপ্পি), তিন পাগলে হলো মেলা (ফোরকান), সহজ মানুষ (বর্ণ), চিরদিন পুষলাম এক অচিন পাখি (মারিয়া), জাত গেল জাত গেল বলে (বাঁধন), করিমনা কাম সারেনা (ডমিনিক),
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা (মেজবা বাপ্পি), ক্ষমো অপরাধ (ফোরকান), চিরদিন পুষলাম এক অচিন পাখি (বর্ণ), ধন্য ধন্য বলি তারে (মারিয়া), মিলন হবে কত দিনে (বাঁধন), এমন মানব সমাজ কবে সৃজন হবে (ডমিনিক)।
অ্যালবামটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ও গায়ক বর্ণ চক্রবর্তী বলেন,
গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়ে এবং নবীন শিল্পীদের স্বপ্নের আলোকে কাজ করতে পেরে আমি খুবই গর্বিত।
অ্যালবামের গানগুলো খুব ভালো হয়েছে। সবাই খুব ভালো গেয়েছে।
আশা করছি, লালনের চিরচেনা সেই গানগুলো একটু ভিন্ন আমেজে শ্রোতাদের কানে পৌছাবে।
এতে তৃপ্ত হবে শ্রোতারাও। ‘লালন ফিউশন-১’-এর গানগুলো শুনুন...

বর্ণ চক্রবর্তী সংগীত পরিচালক ও সংগীত শিল্পী।
Comments