top of page

সৈয়দ আব্দুল হাদীর কন্ঠে ভাষার গান ‘বর্ণমালা’।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে সা রে গা মা একাডেমির ভাষার গান ‘বর্ণমালা’।

দেশবরেণ্য সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সা রে গা মা একাডেমির শিশু শিল্পীদের কণ্ঠে নতুন এ ভাষার গানটির কথা লিখেছেন মাহফুজ বিল্লাহ্ শাহী। সুর ও সংগীত আয়োজন করেছেন শেখ সাদী খান।

ভাষার গান "বর্ণমালা" সারেগামা একাডেমি

গানটির ভিডিওতে সৈয়দ আব্দুল হাদী ও সা রে গা মা একাডেমীর শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন।


গানটি সম্পর্কে মন্তব্য করেছেন কিংবদন্তী ভাষাসৈনিক অধ্যাপিকা চেমন আরা। তিনি বলেন, আমি ’৫২ তে ভাষা আন্দলন করেছি। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি ইডেন গার্লস কলেজে। এই ভাষা আন্দোলনের সাথে মিছিল করেছি, ভাষা আন্দোলনের অনেক কিছু করেছি। পত্রিকায় লিখেছি। কিন্তু যে আনন্দটুকু পেয়েছিলাম সেই বয়সে, তারুণ্যের জীবন দিয়ে। আজ এই বৃদ্ধ বয়সে এসে আমি সেই জীবনে ফিরে গেছি, তোমার এই বর্ণমালা গানটি শুনে। সা রে গা মা একাডেমির বর্ণমালা গানটি শুনে আমার মনে হচ্ছে, ভাষা আন্দোলনের একটি নতুন দিক উন্মোচন করে দিল। আমরা শুভকামনা জানাচ্ছি তোমাদেরকে। ভাষা আন্দোলনে তো আমরা অনেক দূর এগিয়েছি, আমরা যেখানে ছেড়ে দিলাম সেখানে তোমাদের যাত্রা শুরু হলো।


গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী বলেন, সা রে গা মা একাডেমি এবারের একুশে ফেব্রুয়ারিতে ভাষার উপর একটি নতুন গান করেছে। গানটি আমি গেয়েছি এবং আমার সঙ্গে বেশ কিছু শিশু-কিশোরও গেয়েছে। সা রে গা মা একাডেমি অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে গানটি তৈরি করেছে। তাদের সীমিত সম্পদ সত্ত্বেও আমি অত্যন্ত আনন্দের সাথে কাজটি করেছি এ জন্য বিশেষ করে যে, নতুন প্রজন্মের শিশু-কিশোররা এর মাধ্যমে ভাষার প্রতি তাদের যে একটি দায়িত্ব রয়েছে, ভাষার প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা আবার নতুন করে প্রাণ পাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সমর্থন থাকবে গানটির প্রতি।


সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান বলেন, সা রে গা মার এই বর্ণমালা গানটি শিশুদেরকে বর্ণমালা শিখতে সাহায্য করবে। আমি মনে করি বিরাট একটা ভূমিকা পালন করবে।


গানটির গীতিকার ও একাডেমির পরিচালক মাহফুজ বিল্লাহ্ শাহী বলেন, “বর্ণমালা” গানটি দেশের প্রত্যেকটি শিশু-কিশোরদের গান হিসেবে স্বীকৃতি পাবে বলে আমি মনে করি।


ফিরোজ কবীর ডলারের পরিচালনায় গানটির গ্রন্থনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সা রে গা মা একাডেমির পরিচালক মাহফুজ বিল্লাহ্ শাহী। প্রযোজনায় সা রে গা মা একাডেমি।

Barnomala | Syed Abdul Hadi | Sheikh Sadi Khan | Bangla 21st February | Bangla New Video Song 2017


Comments


  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page