৫ই জুন ঢাকা আসছেন জিৎ প্রচারণায় ‘বস টু’
‘বস টু’ ছবি থেকে।
আসছে রমজানের ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বস টু’। বাবা যাদব ও আবদুল আজিজ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া, অমিত হাসান প্রমুখ। এবার এ ছবির মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন জিৎ। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। জিতের আসার বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিষ্ঠানের কর্ণধার ও ছবির পরিচালক আবদুল আজিজ। তিনি বলেন, জিৎ ভারত থেকে ৫ই জুন বাংলাদেশে আসবেন। তিনি মূলত ‘বস টু’ ছবির প্রচারণার কাজে দুদিন ঢাকায় থাকবেন। উল্লেখ্য, এ ছবির বাইরে কুরবানি ঈদে আরো একটি ছবিতে অভিনয় করবেন জিৎ।
রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বস ২’। দুই বাংলার তারকাদের নিয়ে নির্মিত ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। তার সঙ্গে রয়েছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলী।
বেশ জমজমাট এক গল্পের আভাস মিলেছে। অ্যাকশান, মন ভরানো সব সংলাপ আর নান্দনিক লোকেশনে চিত্রায়ন; মন মজাবে দর্শকের। পাশাপাশি বেশ কিছু শ্রুতিমধুর গানও থাকছে ছবিটিতে।
ছবিটিতে জিৎ আসছেন তার আগের নাম ‘সূর্য’ নিয়েই। ফারিয়াকে দেখা যাবে ভিলেন প্রিন্স শাহনেওয়াজ হোসেনকে খুন করে প্রতিশোধ নেয়া প্রতিবাদী নারী ‘আয়শা’ চরিত্রে। আর শুভশ্রী যথারীতি থাকছেন ভারতবর্ষের আন্ডারওয়ার্ল্ড শাসন করা সূর্যের প্রেমিকা ‘রুশা’ চরিত্রে।
ছবিটিতে নতুন যুক্ত হয়েছেন বাংলাদেশের অমিত হাসান, ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও বেশ কিছু চরিত্র। জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা গেছে, আসছে ঈদেই দুই বাংলাতে মুক্তি পাবে ‘বস ২’। এর আগে ইউটিউবে প্রকাশ পেল ছবির অফিসিয়াল টেইলার দেখুন :
এদিকে এই ছবির পোস্টার দিয়ে বাংলা ছবির ইতিহাসে এই প্রথমবারের মতো প্রকাশিত হল ৩৬০ ডিগ্রি পোস্টার। সেখানে জিৎকে দেখা গেছে ‘অ্যাংরি ম্যান’র লুকে।
Comments