বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় এ দিবসটি। সে হিসেবে এ বছর ১৮ জুন বিশ্ব বাবা দিবস পালিত হচ্ছে। দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও।
হেমন্ত মুখোপাধ্যায় আর শ্রাবন্তী মুখোপাধ্যায়ের গাওয়া 'আয় খুকু আয়' কিংবা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে 'মন্দ হোক, ভালো হোক, বাবা আমার বাবা / পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা' গান দুটি শুনলে বাবার প্রতি ভালোবাসার অনুভূতিগুলো যেন আরো চঞ্চল হয়ে ওঠে। আর কেনই বা তেমনটা হবে না? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যেমন, বাবার ভালোবাসাও তো কম কিছু নয়। তাই মা দিবসের মতো আছে 'বাবা দিবস'ও।
যেভাবে শুরু বাবা দিবস পালন ঃযুক্তরাষ্ট্রের এক নারী সনোরা স্মার্ট ডোড তাঁর পরিবারে বাবার ভূমিকা দেখে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এমন একটি দিবস পালনের কথা চিন্তা করেন। তিনি ভাবলেন, মা দিবসের মতো বাবা দিবস থাকা প্রয়োজন। এই ভাবনা থেকে ১৯১০ সালের ১৯ জুন তিনি নিজ বাসস্থান ওয়াশিংটনের স্পোকান শহরে বাবা দিবস পালন করেন। তবে ১৯০৮ সালে ভার্জিনিয়াতেও এমন একটি দিবস পালন করা হয়। তবে সে কথা জানতেন না সনোরা। প্রথম দিকে মানুষের আগ্রহের অভাবে দিবসটি টানাপড়েনের ভেতর দিয়ে পালন করতে হতো। কিন্তু গণমাধ্যমের কল্যাণে অচিরেই তা সবার নজরে আসে। ১৯১৩ সালে প্রথম বাবা দিবসে ছুটি পালনের প্রস্তাব উত্থাপিত হয় যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে। তারপর থেকে এর পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য, অবহেলা আর চড়াই-উতড়াইয়ের পর ১৯৭২ সালে বাবা দিবস পালন এবং এই দিনে ছুটি পালনের সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট। সেই ধারাবাহিকতায়ই পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। হেমন্ত মুখোপাধ্যায় আর শ্রাবন্তী মুখোপাধ্যায়ের গাওয়া 'আয় খুকু আয়' গানটি শুনতে পারেন ঃ
Comments