আসুন বানভাসি মানুষকে বাঁচাতে হাত বাড়াই।
বানের পানিতে ভাসছে মানুষ। আশঙ্কা করা হচ্ছে এবারের বন্যা হতে পারে বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। অর্থাৎ বন্যার যে অবস্থা এখন দেখছি, তা যে আরো মারাত্মক ও বিধ্বংসী রূপ নেবে, সন্দেহ নাই। মানুষের থাকার জায়গা নাই, পেটে খাবার নাই। এমনকি অনেকে এখনো আটকে আছেন পানিবন্দি অবস্থায়। এদের জন্য নিরাপদ আশ্রয় ও জরুরি খাবার ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা না করলে প্রাণহানি সকল সংখ্যা ছাড়িয়ে যাবে। সরকারের কর্তাব্যক্তিরা যথারীতি দায়িত্বে অবহেলার চূড়ান্ত নিদর্শন দেখিয়ে চলেছেন, পত্রিকায় প্রকাশিত খবরে দেখা গেছে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিদের খোঁজ পাচ্ছে না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে, মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। আমরা ঠিক করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়েই আমরা যাবো সেসব বানভাসি মানুষের পাশে। আমরা যাব সবচেয়ে দুর্গম এলাকাগুলোতে, যেখানে এখন পর্যন্ত পৌঁছায়নি কোন ত্রাণসাহায্য। চাল, ডাল, আলু, চিড়া জাতীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্রসহ জরুরি চিকিৎসা সেবার জন্য আমাদের সাথে থাকবে মেডিক্যাল টিম। আর থাকবে তৈরি খাবার, যেন অনাহারী মানুষগুলো তাৎক্ষণিক ক্ষুধা নিবারণ করতে পারেন। এবারের বন্যা পরিস্থিতি যেহেতু বরাবরের চেয়ে আলাদা, আমাদের প্রস্তুতিও হওয়া চাই আরো জোরদার। আমাদের শক্তি সাধারণ মানুষ। বিগত বছরগুলোতে আপনারা প্রমাণ করেছেন মানবতার চরম বিপর্যয়ে সবাই আমাদেরই মতো উদ্বিগ্ন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। আসুন দুর্গত মানুষের জীবন বাঁচাতে যার যা সামর্থ তা নিয়েই ঝাঁপিয়ে পড়ি। যেভাবে অংশ নিতে পারেনঃ ১৬ আগস্ট, বুধবার বিকাল ৩টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থাকছে জরুরি ত্রাণ সংগ্রহ সেল। সামর্থ্য অনুযায়ী চাল, ডাল, আলু, শুকনা খাবার, ঔষধ, স্যালাইন কিংবা আর্থিক সহায়তা পৌঁছে দিতে পারবেন। চাইলে বিকাশ কিংবা ব্যাংক একাউন্টেও আপনার সহায়তা পাঠাতে পারেন। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং: (রকেট) +৮৮০১৭৫৪৭০৬৮৮৩৮ +৮৮০১৮৭৩৬৭৪১৯০৫ বিকাশ নম্বরঃ +৮৮০১৯৩২২১৫৪৮২ +৮৮০১৭৭৩০০৬০৯৮ +৮৮০১৯২৯১০১১৮১ +৮৮০১৭৫৪৭০৬৮৮৩ +৮৮০১৭২৮৪২৩৫৪৭ +৮৮০১৮৭৩৬৭৪১৯০ ব্যাংক একাউন্টঃ Mahfuza Haque Brac Bank A/C No: 1505100323855001 Paypal: ajanta_dream@yahoo.com Payza: noman.najmul@gmail.com আসুন, সবাই মিলে দাঁড়াই; দুর্গত মানুষের পাশে।
Comments