দুঃস্থ প্রতিবন্ধী শিশুদের পাশে নারী উদ্যোক্তা ইশরাত জাহান আইভি।
- MUSIC BANGLA
- Feb 28, 2017
- 2 min read
গতকাল ২৭ শে ফেব্রুয়ারী প্রায়াত সংগঠক (বাংলাদেশ কৃষক লীগ) দেশ ও জনদরদী মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কৃষক লীগ এর প্রাক্তন সভাপতি মহসিন বুলবুল এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তিকামনায় এক স্নরন সভার আয়োজন করা হয়।

বাবার স্মৃতিচারন করছেন ইশরাত জাহান আইভি।
বাঙ্গালী জাতির মহাণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্তে গড়েওঠা সংগঠন বাংলাদেশ কৃষক লীগ এর প্রতিষ্ঠালগ্নের (১৯৭২ সালের ১৯ এপ্রিল) শুরু থেকেই হতে গোনা যে কয়েক জন নেতা, যাদের অক্লান্ত পরিশ্রম এর ফসল আজকের বালাদেশ কৃষক লীগ, তাদের মধ্যেই এক কান্ডারী সংগঠক ছিলেন বলিষ্ঠ বীর সাহসী নেতা, মাহান মুক্তিযোদ্ধা মহসিন বুলবুল।
বাংলাদেশ কৃষক লীগ এর শুরু থেকেই মহসিন বুলবুল দল গঠনে বলিষ্ঠ ভুমিকা রেখেছেন আর সে কারনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাক্তিগতভাবে তাকে যথেষ্ট স্নেহ করতেন। দলের নেতা কর্মীদের সুখে দুঃখে সবসময় তাদের পাশে থেকেছেন তিনি। ব্যক্তিগত জীবনে দেশ ও দলের কথাই সবসময় চিন্তা করতেন মহসিন বুলবুল। তিনি সবসময় দুঃখী মানুষের পাশে থাকতেন। তিনি তার জীবদ্দশায় ব্যাক্তিগত উদ্দ্যেগে দেশ ও মানুষের কল্যানে বহু মসজিদ ও মাদ্রাসা নির্মান করেন। ঝিগাতলা জামে মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, এছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তার নির্মানাধীন বহু মসজিদ ও মাদ্রাসা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে দলের শুরু থেকেই সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করলেও, পরে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেন।

গতকাল ২৭ শে জানুয়ারী প্রায়াত এই সংগঠক দেশ ও জনদরদী মুক্তিযোদ্ধা বাংলাদেশ কৃষক লীগ এর প্রাক্তন সভাপতি মহসিন বুলবুল এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তিকামনায়, রাজধানীর মালিবাগে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনে(কল্যানী) দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে সারাদিন সময় কাটালেন প্রায়াত মহসিন বুলবুল এর সুযোগ্য কন্যা বাংলাদেশ এফিনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশরাত জাহান আইভি। এই দিন তিনি একশত পঞ্চাশ জন দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে খাওয়াদাওয়া করা সহ সকলকে বিভিন্ন পুরস্কার প্রদান করলেন এবং একজন প্রতিবন্ধী শিশুর অভিবাবককে হুইল চেয়ারও প্রদান করেন তিনি ।

দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের খাওয়াদাওয়ার পর্ব।
মহসিন বুলবুল এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরন সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ এর সভাপতি আলহাজ্ব মোতাহার হোসন মোল্লা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সামছুল হক রেজা ও জাতীয় সংসদ গাইবান্ধা জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি সহ বাংলাদেশ কৃষক লীগএর কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতা ও নেত্রী বৃন্দ।

দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের বিভিন্ন পুরস্কার প্রদান করছেন বাংলাদেশ কৃষক লীগ এর সভাপতি আলহাজ্ব মোতাহার হোসন মোল্লা।
পেশায় ইশরাত জাহান আইভি একজন ব্যাবসায়ী হলেও বাবার মতই সামাজিক দায়বদ্ধতার বিবেক থেকে প্রায়ই এধরনের কর্মকান্ড পরিচালনা করে থাকেন তার ব্যাক্তিগত উদ্যোগে ।

দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের খাওয়াদাওয়া শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেন ইশরাত জাহান আইভি।
এছাড়াও প্রচার বিমুখ ইশরাত জাহান আইভি, অনেকদিন ধরেই সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত নারীদের নিয়েও ব্যাক্তিগত ভাবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন তার এফিনিটি নামের সংগঠন থেকে। প্রতি বছরই সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত নারীদের কর্মসংস্থান সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতাও করেন তিনি। তার সহযোগীতায় অনেক দুঃস্থ নারীই আজ স্বাবলম্বী হয়েছেন।
একজন সফল নারী উদ্যোক্তা হিসাবেও সংশ্লিষ্ট মহলে তার প্রচুর সুনাম রয়েছে।
আরও দেখুন ঃ প্রতিভা বিকাশে এফিনিটির উদ্যেগ।
Comments