এতিম, প্রতিবন্ধীদের প্রতি ইশরাত আইভির ভালোবাসা ও সহমর্মিতা।
ছবিঃ এতিম ও প্রতিবন্ধী শিশু কিশোরদের মাতৃ স্নেহের পরশে আবদ্ধ করে নিচ্ছেন ইশরাত জাহান আইভি।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…
মানুষের জন্ম ও সৃষ্টির উপর একমাত্র বিধাতারই হাত রয়েছে, মানুষ হয়ে মানুষের প্রতি একটু সহানুভূতি সেতো মানুষেরই কাম্য। আমাদের আশেপাশের সেই মানুষগুলোই আজ বড় অসহায়। আমাদের একটু উষ্ণতা, স্নেহ আর ভালোবাসা পেলে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাদেরও আর দশটা মানুষের মতো মন আছে, আছে একটু ভালোবাসা, একটু উষ্ণতা পাওয়ার অধিকার। কেউই পরনির্ভরশীল হয়ে বাঁচতে চায় না। এমনকী একজন প্রতিবন্ধীও এমনটা চায় না। কিন্ত্তু সে কী করবে ? সে যে অপারগ, সে তো অক্ষম। তারও আছে সুন্দরভাবে বাঁচার অধিকার। তাই দাঁড়াতে হবে তাদের পাশে। বাড়িয়ে দিতে হবে সহমর্মিতা, সহানুভূতি ও উষ্ণতার হাত। ঠিক এমনই একটি হাত যিনি বাড়িয়ে দিয়েছেন তার মাতৃ স্নেহের পরশে, তিনি হলেন প্রায়াত সংগঠক দেশ ও জনদরদী মুক্তিযোদ্ধা বাংলাদেশ কৃষক লীগ এর প্রাক্তন সভাপতি মহসিন বুলবুল এর কন্যা ইশরাত জাহান আইভি। পেশায় তিনি একজন ব্যবসায়ী। এফিনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসার পাশাপাশি তিনি সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত নারী ও প্রতিবন্ধীদের জন্য ব্যাক্তিগত উদ্যোগে কাজ করছেন আনেক দিন ধরেই।
দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে এক ঈদ পুনর্মিলনী সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ইশরাত আইভী।
গত ২৫শে জুলাই রাজধানীর মালিবাগে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (কল্যানী)তে দুঃস্থ ও প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে এক ঈদ পুনর্মিলনী সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি এবং প্রতিবন্ধী শিশু কিশোরদের মনোরঞ্জনের জন্য বিশেষ সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করেন তিনি।আমাদের প্রতিনিধির তথ্য অনুযায়ী এতিম ও প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে এবছর (২০১৭ইং) এটা তার তৃতীয় আয়োজন। প্রতি বছরই তিনি সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত নারীদের কর্মসংস্থান সহ বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগীতা করে থাকেন। তারই সহযোগীতায় অনেক দুঃস্থ নারীই সমাজে আজ স্বাবলম্বী হয়েছে।
সারেগামা প্রতিনিধির সাথে টেলিফোনে একান্ত এক সাক্ষাতকারে ইশরাত জাহান আইভি বলেনঃ
সারেগামা ঃ ইশরাত জাহান আইভি আমরা জানি আপনি পেশায় একজন ব্যবসায়ী এবং গৃহিনী। ব্যবসা, পরিবার সব ব্যস্ততা সত্ত্বেও আপনি এ ধরনের মহৎ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, এ জন্য আপনাকে প্রচুর অর্থ ও সময় ব্যয় করতে হয়, সব মিলিয়ে সারগামা পাঠকদের জন্য কিছু বলেন ?
আইভিঃ ধন্যবাদ আপনাকে, আসলে আমি দীর্ঘ দিন ধরেই বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি, আমার বিভিন্ন ব্যাবসার মধ্যে প্রথমেই পড়ে হোষ্টেল, কোচিং সেন্টার, এছাড়াও রয়েছে ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আমি আমার ব্যবসার পাশাপাশি সমাজের এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ অসহায় নারীদের জন্য কিছু করতে চাই যেটা আমি আমার বাবাকেও দেখেছি তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। আমি মনেকরি সমাজের একজন নারী হিসাবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি আমার ব্যবসার মুনাফার একটি অংশ প্রতিবছরই সমাজের অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের পিছনে ব্যয় করে থাকি, এটাতেই আমার আত্নতৃপ্তি।
সারেগামা ঃ আমরা জানি আপনি উইমেন চেম্বার, রোটারী, গুলশান সোসাইটি সহ বিভিন্ন নারী উদ্যোক্তা সংস্থার সাথে জড়িত এ সম্পর্কে কিছু বলেন ?
আইভিঃ আমি আছি উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে, এখান থেকে আমরা সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত নারীদের বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগীতা সহ সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষন দিয়ে থাকি।তাছাড়াও রোটারীর মাধ্যমে, আমরা অসহায় মহিলাদের জন্যও বিভিন্ন ভাবে যেমন, যাদের ঘর বাড়ী নাই বা বন্যা কবলিত তাদের জন্য টাকা পয়সা সহ বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকি।
সারেগামা ঃ আপনার দৃষ্টিকোন থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তির উপর আমাদের সামাজিক কি কি দায় বা দায়িত্ব থাকা উচিৎ বলে আপনি মনে করেন ?
আইভিঃ একজন মানুষ হিসেবে প্রতিবন্ধীদের নিশ্চয়ই স্বাভাবিক চলাফেরা করার অধিকার আছে এবং সবারই প্রতিবন্ধীদের অধিকারের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী, শিশু ও বয়োবৃদ্ধদের বৈষম্য ও দুঃখ-কষ্টের সীমা থাকে না। প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে সবলদের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। আমাদের সকলের মনে রাখা উচিৎ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও রয়েছে আল্লাহ প্রদত্ত তীক্ষ্ণ মেধাসম্পন্ন অনন্য প্রতিভা। শারীরিক বা যেকোনো প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, বরং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে এরা মানবসম্পদে পরিণত হবে। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন যোগ্যতা অর্জনের মাধ্যমে দক্ষতা গড়ে তাদের স্বাবলম্বী করে তোলা যায়।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য সহযোগিতা প্রয়োজন। তাদের পুনর্বাসন, আর্থিকভাবে সহযোগিতা, চাকরি প্রদানে সহযোগিতা, তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত সকলের।
সারেগামা ঃ আমরা জানি একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে সংশ্লিষ্ট মহলে আপনার প্রচুর সুনাম রয়েছে, এ ব্যাপারে আপনার অনুভূতি কি ?
আইভিঃ আসলে কোন সুনাম বা খ্যাতির কথা চিন্তা করে আমি কখনোই এটা করিনি। এটা আমার পারিবারিক শিক্ষাও বলতে পারেন। ছোটবেলা থেকেই আমি আমার বাবাকে দেখে অনুপ্রানিত হই, এর পর থেকেই আমি মনে প্রানে একটা দায়িত্ব আনুভব করি যা পালন করে আমি আত্নতৃপ্তি পাই।
সারেগামা ঃ অনেক ধন্যবাদ আপনাকে, ইশরাত জাহান আইভী। সারেগামার পক্ষ থেকে আমরা আপনার সুস্থ সুন্দর জীবন ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবং একই সাথে দোয়া করি মহান আল্লাহ তাআলা আপনাকে আজীবন এধরনের কর্মকান্ডে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেক বিত্তবান ব্যক্তি আছেন যারা আপনাকে দেখে অনুপ্রানিত হোক এবং এগিয়ে আসুক আত্নমানবতার সেবায়।
আমরা বিশ্বাস করি যে, সকলের সম্মিলিত প্রচেষ্টােয়ই গড়ে উঠবে সুস্থ সমাজ ও স্বাবলম্বী বাংলাদেশ।
এই প্রত্যাশা রেখেই আজকে আমাদের এই আয়োজন। সবাইকে ধন্যবাদ।
Comentarios