আমি আবার কাজে ফিরতে চাই।’ জুটন চৌধুরী।
চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী কোলন ক্যান্সারে আক্রান্ত। তিনি চিকিৎসাধীন আছেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে। এ সময় সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি জানান, ‘আপনারা আমার পাশে থাকুন। আমি বাঁচতে চাই আপনাদের ভালোবাসায়। আমি আবার কাজে ফিরতে চাই।’
দীর্ঘদিন দেশের জনপ্রিয় ম্যাগাজিন আনন্দধারায় চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন জুটন চৌধুরী। আনন্দধারার পর নিজের সম্পাদনায় ‘বিনোদনচিত্র’ ম্যাগাজিন প্রকাশ করেন।
জুটন চৌধুরী আরও বলেন, ‘ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। দীর্ঘ মেয়াদী কেমো থেরাপি দিতে হবে। এটা সত্যি অনেক অর্থের প্রয়োজন। আরও ৩০ লাখ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হবে। কেউ যেন আমাকে নিয়ে কোন মিথ্যা প্রচারনা না চালায়।’
জুটন চৌধুরীর অ্যাকাউন্ট নং-০১১৩৪০০৬০৭৯। তাড়াইল ব্রাঞ্চ, ব্যাংক এশিয়া লিমিটেড।
Yorumlar