‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী’ লাইভ ইন ঢাকা’।
‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ টিকেট।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আগামী ১৫ই জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে মঞ্চে পারফর্ম করবেন বলিউডের এ কিংবদন্তি। তার সঙ্গে তারই সিনেমার গানে মঞ্চে নাচবেন বাংলাদেশের জনপ্রিয় পাঁচ নায়িকা তারিন, নিপুণ, চাঁদনী, নাদিয়া ও মেহজাবিন।
এরইমধ্যে শর্মিলার সঙ্গে নাচে পারফর্ম করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কনসার্ট আয়োজক কর্তৃপক্ষ চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানে অংশ নেয়ার উদ্দেশ্যে আগামী ১৪ই জুলাই ঢাকা আসবেন শর্মিলা ঠাকুর। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিইও অনন্যা রুমা বলেন, ১৪ই জুলাই শর্মিলা ঠাকুর ঢাকা আসছেন। আমরা এরইমধ্যে বাংলাদেশি তারকাদের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছি। পারফরম্যান্সের জন্য রিহার্সালও শুরু হয়েছে। আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারব। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী এবং ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা-র রানার্সআপ দোয়েল গোস্বামী।
শর্মিলা ঠাকুর ২০১১ সালে প্রথমবার ঢাকায় আসেন। তখন খুবই অল্প সময়ের জন্য এদেশে এসেছিলেন। এর পরের বছরও তিনি ঘুরে গেছেন ঢাকা।
দর্শনীর বিনিময়ে কনসার্টটি উপভোগ করা যাবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।
Live in Dhaka Program Detail
Music Performer: Jeet Gannguli, Doyel Goswami Dance Performer: Tarin, Nipun, Mahjabin, Nadia, Chadni Special Guest: Sharmila Tagore Anchor: Ambrin, Debashis Biswas Organized by: Channel Live Entertainment Online ticket partner: Othoba.com
Comments