‘ঘুম’ দিয়ে ইউটিউব মাত করল হাবিব ও মিথিলা !
“ঘুম” গানটির অংশ বিশেষ চিত্র।
গত ৩০ এপ্রিল রাতে সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের নতুন গান ‘ঘুম’। পয়লা বৈশাখে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির টিজার প্রকাশ করেছিলেন হাবিব।
এরপরই গানটি নিয়ে আগ্রহ জন্মে সঙ্গীত প্রেমিদের মনে। আসবে-আসছে করে করে অবশেষে ভক্তদের প্রশান্তি হয়ে এলো ‘ঘুম’র মিউজিক ভিডিও। দু’দিন গড়িয়ে তিনদিন শেষ হওয়ার আগেই ইউটিউবে গানটির দর্শক ৭ লাখ পার হয়েছে। সুহৃদ সুফিয়ানের লেখা গানটির সুর-সঙ্গীতের আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজে।
কক্সবাজারের মনোরম পরিবেশে তানিম রহমান অংশু’র বানানো ভিডিওটিতে হাবিবের সাথে কো-আর্টিস্ট হিসেবে আছেন অভিনেত্রী মিথিলা। সিনেমার গানের মতো করে বানানো মিউজিক ভিডিওটি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অল্প সময়ে সাড়া জাগানো এ গানটির বিষয়ে জানতে চাইলে হাবিব ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে ‘ঘুম’ গানটি আমার জন্যে দারুণ এক্সপেরিয়েন্স। লিরিকটা চোখে পড়ার পর চট করে সুর আর মিউজিকটা মাথায় খেলে যায়। তারপর এক এক করে বাকিসব আইডিয়া জোড়া লাগে। এরমধ্যে মিথিলাকে কাস্ট করার বিষয়টাও ছিল। মনে হচ্ছিলো এই গানটির জন্যে সে-ই পারফেক্ট। খুব সহজেই গানটির অনুভূতি ধরতে পারায় তানিম রহমান অংশু ভিডিওটি বানিয়েছেনও চমৎকার। সুফিয়ানের অদ্ভুত সুন্দর লিরিক থেকেই ‘ঘুম’র আয়োজন, ও প্রতিভাবান গীতিকার। ইন্ডাস্ট্রিকে দেয়ার মতো তার ভাণ্ডারে অনেক কিছু রয়েছে তার।’
এদিকে বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটি নিয়ে মিথিলা জানান, ‘হাবিবের গান মানেই তো বিশেষ কিছু। আর অংশু’র নির্দেশনা গুনও প্রশংসনীয়। হাবিব আর আমি চেষ্টা করেছি অভিনয়ের মাধ্যমে ‘ঘুম’-কে আরও প্রাণবন্ত করতে।’
সুহৃদ সুফিয়ান বলেন, ‘আমি সব সময় চাই আমার ভাবনাগুলোকে সহজ কথায় প্রকাশ করতে। আমার নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি বোঝার চেষ্টা করি আশপাশের মানুষগুলোর আবেগ-অনুভূতি, ভালোলাগা-মন্দলাগা, প্রেম-বিরহের আনন্দ-হাহাকার। স্বভাবতই এসব উপাদানে ডু্বে ‘ঘুম’ গানটি লেখা।’
দর্শক গানটি দেখতে পরেন এই লিংঙ্ক থেকে :
ইউটিউব (YT) থাম্বনেইল ডাউনলোড টুল - ইমেজ ডাউনলোডার