মাদক বিরোধী মঞ্চে গাইলেন যারা!
গান দিয়েই তার পরিচিতি। গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন দেশ এবং দেশের বাইরে। তার ভক্ত-শ্রোতা অগণিত।
পপ সম্রাজ্ঞী গুণী শিল্পী মমতাজ বেগম গাইবেন মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের ওপেন কনসার্টে, মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী কনসার্ট-২০১৭।
এই কনসার্টে আরো গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার কুমার বিশ্বাস, প্রতিক হাসান, রন্টি দাস। এছাড়া থাকছে চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক জায়েদ খান, ডি এ তায়েব, মিমো এবং সারিকা’র পরিবেশনা।
উদ্দেশ্য নাচে-গানে-কথায় মানুষের মধ্যে মাদক বিরোধী সচেতনতা তৈরি করা।
পলাশ মাহবুবের প্রযোজনায় মাদক বিরোধী কনসার্ট সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামীকাল রাত ৮ টায়।
Comments