অসুস্থ অসহায় বৃদ্ধদের সহায়তার জন্য দান করুন।
অসুস্থ বৃদ্ধ, যাদের নেই কোন আপন জন, নেই মাথা গোজার ঠাই । বয়সের বার্ধক্যে কর্ম ক্ষমতা হারিয়েছে অনেক আগেই । বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত । এদের কেউ ছিলো রাস্তায়, কেউ ছিলো মাজারে, আবার কেউ বা খুপরি ঘরে, কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ফেলার অপেক্ষায়। এই সব অসহায় মানুষের জন্য ঢাকা কল্যানপুর দক্ষিন পাইক পাড়ায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রম । যেখানে আশ্রয় পেয়েছে কিছু অসুস্থ অসহায় বৃদ্ধ/বৃদ্ধা মানুষ । যাদের প্রায় সকল প্রয়োজন মেটানোর চেষ্টায় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার লিঃ প্রতিজ্ঞাবদ্ধ ।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার লিঃ এর সত্বাধিকারী মিলটন সমাদ্দার উক্ত প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন যাবত বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের সেবা/পরিচর্যা প্রদান করে আসছেন।
তিনি বলেনঃ আমি মিলটন সমাদ্দার মিলটন হোম কেয়ার প্রাঃ লিঃ এবং চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার লিঃ এর সত্বাধিকারী উক্ত প্রতিষ্ঠান দুটি থেকে দীর্ঘদিন যাবত বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের সেবা/পরিচর্যা প্রদান করে আসছি। বর্তমানে সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করিয়া আমার একক ব্যাক্তি উদ্যোগে একটি মান সম্পন্ন বৃদ্ধআশ্রয় কেন্দ্র পরিচালনা করছি। যে আশ্রয় কেন্দ্রে ২৫ (পঁচিশ) জন অসহায় অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধাদের জন্য বাসস্থান, খাদ্য, চিকিৎসা,বস্ত্র, বিনোদন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে। এই সকল অসহায় বৃদ্ধ/বৃদ্ধাদের পরিবার পরিজন নেই, এদের কেহ থাকতো রাস্তায়, মাজারে, কেউ বা বস্তির কুঁড়ে ঘরে। এরা বিভিন্ন বার্ধক্য জনিত কঠিন রোগে আক্রান্ত। আমি মনে করি এই সকল বৃদ্ধ/বৃদ্ধাকে প্রতিপালন করা আমার/আমাদের দায়িত্ব তবে দুঃখের বিষয় এই যে আমার একার আয়ে এই সকল বৃদ্ধ/বৃদ্ধাদের খরচ চালানো আমার পক্ষে কষ্ট সাধ্য। আপনি আমাকে সামান্য সহযোগীতা করলে এই সকল অসহায় অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা,বস্ত্র, বিনোদন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে আমাদের মাঝে দীর্ঘদিন বেচে থাকবে। সবিনয় বিনীত আবেদন উপরের উল্লেখিত খরচ আমার একার পক্ষে বহন করা সত্যিকারে কষ্ট সাধ্য। আপনি আমাকে উপরের উল্লেখিত বিষয় বিবেচনা করিয়া আপনার সাধ্যমত সেচ্ছায় দান করিলে কিছু অসহায় অসুস্থ বৃদ্ধ মানুষের কষ্ট লাঘব হবে।
আপনি সরাসরি আমাদের বৃদ্ধা আশ্রম কেন্দ্র ভিজিট করে দেখতে পারেন । এখানে কোন প্রকার প্রতারনা নেই।ধন্যবাদান্তে -চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন ।অফিস ঠিকানাঃ-হাউস ৬২/২, রোড-১৩, কল্যানপুর, মিরপুর , ঢাকা ১২১৬ বাংলাদেশ।বিস্তারিত জানতে +৮৮ ০১৬২০ ৫৫৫ ২২২, +৮৮ ০১৬২৬ ৫৫৫ ২২২বিশেষ অনুরোধ - আপনার প্রদত্ত দান কৃত টাকার পরিমাণ ও মোবাইল নাম্বার আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন।
দানের জন্যঃবিকাশ : ০১৬১ ৫৫৫ ৪৪৪৪ডাচ বাংলা : ০১৬১ ৫৫৫ ৪৪৪৪৬ দানের জন্যঃ ১. ব্যাংক একাউন্ট-Milton samadder-২৮০১৬১৭১৩৭০০১ (city bank) ২. মোবাইল ব্যাংকিং বিকাশ- ০১৬১৫৫৫৪৪৪৪ ,রকেট- ০১৬১৫৫৫৪৪৪৪৬ । ৩. সরাসরি যোগাযোগ- বাসাঃ ৬২/২, রোডঃ -১৩,কল্যানপুর, মিরপুর, ঢাকা-১২১৬। ৪. মোবাইল নাম্বার- ০১৬২০ ৫৫৫ ২২২, ০১৬২৬ ৫৫৫ ২২২ । বিঃ দ্রঃ আপনার আদেশ উপদেশ আমাদের অনুপ্রানীত করবে।
Comments