সাইফুল হক এর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা।
সাইফুল হক (বাম দিক থেকে পঞ্চম) এবং ব্যান্ড ট্রুপ দল সহ মিডিয়া অংঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস।
প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পী সাইফুল হক গান করেন দীর্ঘদিন থেকেই। বাল্য বয়স থেকেই গানের সাথে সখ্যতা তার, সুরেলা কন্ঠে অসাধারন গান করেন তিনি, ছেলেবেলা থেকেই সংগীত প্রিয় সাইফুল হক গানের সাথে সাথে নিজের পড়াশুনার পাঠও শেষ করেছেন সঙ্গীতের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে মাস্টার্স অব মিউজিক পাশ করেন তিনি। অসাধারন সুরেলা কন্ঠ ও গায়কী দিয়ে শ্রোতাকে নিমিষেই মন্ত্রমুগ্ধ করতে পারেন সাইফুল হক। যারা তার গান শুনেছেন বা শুনেন তারা সবাই এক প্রকার তার ভক্ত বনে যান। দেশে ও বিদেশে লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা রয়েছে সাইফুল হকের। আগামীকাল ১৩ই জুলাই সন্ধ্যায় ভক্তদের ভালবাসায় সিক্ত সাইফুল হক আসছেন তার গানের ডালি সাজিয়ে শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। ভক্তশ্রোতাদের ভালবাসায়ই এই আয়োজন।
১৩ই জুলাই বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ব্যক্তিত্ব দের মিলনমেলা ঘটবে এই সঙ্গীত সন্ধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকছেন লেজার ভিশন লিমিটেড এর চেয়ারম্যান এ কে এম আরেফের রহমান, বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবী ও সংগীতানুরাগী ব্যক্তিত্ব মেজর ডাঃ শেখ হাবিবুর রহমান, ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, আলম আরা মিনু, শাহনাজ বেলী, নাছির সহ আরো অনেকে। অনুষ্ঠান টি সঞ্চালনা করবেন মিডিয়া অংঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। এবং থাকছেন সাইফুল হক এর ব্যান্ড ট্রুপ দল।
সুপ্রিয় পাঠক, শিল্পী সাইফুল হক সারেগামার মাধ্যমে, আপনাদের প্রতি তার শুভ কামনা, শুভেচ্ছা সহ অভিনন্দন ও ভালবাসা দিয়েছেন, এবং সেই সাথে তার এই সঙ্গীত সন্ধ্যা টি উপভোগ করার জন্য আমন্ত্রন ও জানিয়েছেন।।
আমরা সারেগামা পরিবার কণ্ঠশিল্পী সাইফুল হক সঙ্গীত জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছি।
Comments