top of page

কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী।


Rabindranath Tagore's Shilaidaha Kuthibari

কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী।

আম, কাঁঠাল, জাম, জামরুল ও তালগাছের শীতল ছায়া। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। কবির জীবন ও সাহিত্যের অনেক কিছুই এই বাড়ির সঙ্গে জড়িত।

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরুর ১শ ৫৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান।

অনুষ্ঠানমালার মধ্যে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।

তবে দর্শনার্থীদের অভিযোগ রয়েছে স্যানিটেশন, যোগাযোগ ব্যবস্থার অভাবে দর্শনার্থীরা ভালোভাবে কুঠিবাড়ির আয়োজনকে উপভোগ করতে পারে না। অপরদিকে উৎসবকে সফল করতে এবার থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, শিলাইদহ কুঠিবাড়িতে বসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী অনুবাদ করে পেয়েছেন নোবেল পুরস্কর। এখানে বসে বলাকা, নৌকাডুবিসহ রচনা করেছেন বিখ্যাত উপন্যাস ও গল্প।

তাই প্রতি বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকীতে রবীন্দ্রপ্রেমীদের ভিড়ে মুখোরিত হয়ে উঠবে শিলাইদহ।


রবীন্দ্র গবেষক ড. সরোয়ার মোর্শেদ জানান, কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথকে বিশ্বকবির মর্যাদায় আসীন করেছিল। এখানকার পদ্মার প্রবাহমান সৌন্দর্য ও শিলাইদহের সবুজ বনানী রবীন্দ্রনাথের বিখ্যাত রচনাবলিকে সমৃদ্ধ করেছিল। আজ সেই শিলাইদহ যেন রবীন্দ্রনাথকে হাতছানি দিয়ে ডাকছে। তাই দেশের যেখানেই বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপিত হোক না কেন শিলাইদহের উদযাপনটা একটু ভিন্ন মাত্রার।

তবে বিগত দিনের ন্যায় এবারও দর্শনার্থীদের অভিযোগ যোগাযোগ ও স্যানিটেশন নিয়ে। এসব সমস্যার সমাধান হলে রবীন্দ্রপ্রেমীরা কুঠিবাড়িতে আরও বেশি বেশি করে দর্শন দিতে আসবেন এমন প্রত্যাশা আগত দর্শনার্থীদের।

জানা গেছে, তিন দিনব্যাপী রবীন্দ্র আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার থেকে বুধবার তিনদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে রবীন্দ্র আলোচনা সভা। এছাড়া রাত ১১টা পর্যন্ত মুক্তমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কুঠিবাড়ির কাস্টডিয়ান মুখলেছুর রহমান জানান, কুঠিবাড়ির ভেতরে মঞ্চ নির্মাণসহ শেষ মুহূর্তে চলছে আগাছা, ঘাস পরিষ্কারসহ ধুয়া-মোছার কাজ। উৎসবকে ঘিরে কুঠিবাড়ির বাইরে চলছে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলার প্রস্তুতি। কদিন আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে দোকানিরা এসে দোকান নির্মাণে ব্যস্ত সময় পার করছে।

আগত দোকানিরা জানান, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে মেলায় এবার ভালো কেনাবেচা হবে।

কুষ্টিয়া পুলিশ সুপার এসএম মেহেদী হাসান জানান, তিন দিনব্যাপী উৎসবকে নিরাপদ রাখতে পোশাকধারী আইনশৃংলাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকধারী ডিবি ও ডিএসবি সদস্যরা থাকবেন। সিসি ক্যামেরা দিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান জানান, বিশ্বকবির স্মৃতি বিজড়িত শিলাইদহে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি এবারের আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন হবে।

Comments


  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page