দেখুন মেলোডিকুইন শ্রেয়া ঘোষালের‘মেলোডি নাইট ইন ঢাকা'
গত ৩১ মার্চ সন্ধ্যায় ঢাকার শ্রোতাদের সুরের জাদুতে ভাসাতে, রাজধানীর বসুন্ধরা করভেনশন সিটি মেতেছিলো শ্রেয়া ঘোষালের সুরেলা কন্ঠে। শ্রেয়াও গেয়ে শোনায় তার জনপ্রিয় গানগুলো। এলেন, গাইলেন আর জয় করলেন। শ্রেয়া ঘোষালের কন্ঠের সেই যাদু ছুঁয়ে গেলো অনুষ্ঠানে আসা হাজারো বাঙ্গালির হৃদয়। পুরো অনুষ্ঠান জুড়েই ভক্তরা অপেক্ষায় ছিলেন শ্রেয়া ঘোষালের পরিবেশনার জন্যে। ঘড়ির কাটায় যখন রাত সাড়ে আটটা তখন মঞ্চে উঠলেন শ্রেয়া। দর্শকদের নিরাশ না করে গাইলেন একের পর এক তার গাওয়া জনপ্রিয় গানগুলো। এর আগে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন দেশী শিল্পীরা। স্বাধীনতার মাসে তাদের পরিবেশনায় ছিলো দেশাত্ববোধক গান। যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজক অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস।
অনুষ্ঠাটির কিছু অংশ দেখুন ঃ
এবারের ঈদে এটিএন বাংলার বিশেষ সঙ্গীতানুষ্ঠানে বাংলা ও হিন্দি মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রের মোট ১০টি গান নিয়ে এ অনুষ্ঠানটি ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’ হিসাবে প্রচার করা হবে। মুল অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন।
উল্লেখ্য অক্টোপী লিমিটেড এবং এটিএন ইভেন্টস এর যৌথ আয়োজনে সম্প্রতি ঢাকায় এসে শ্রোতাদের গান গেয়ে মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় বাঙ্গালী এই শিল্পী।
শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা শিরোনামের সেই কনসার্টের ধারণকৃত গানগুলো দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে-প্রিয়দর্শন পরিচালিত ভুলভুলাইয়া ছবির ‘আমিযে তোমার’, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত দেবদাস ছবির ‘ডোলারে ডোলারে’ ও ‘সিলসিলা এ চাহাত’, ইয়াশ চোপড়া পরিচালিত যব তক হ্যায় জান ছবির ‘শ্বাস মে তেরি’, মহেশ ভাট পরিচালিত জিসম ছবির ‘নেশা হ্যায়’, মিলান লুথারিয়া পরিচালিত দ্য ডার্টি পিকচার ছবির ‘উলাল্লা উলাল্লা’, কারান মালহোত্রা পরিচালিত অগ্নি পাথ ছবির ‘চিকনি চামেলি’, অজয় দেবগান পরিচালিত শিবায় ছবির ‘তুহি আজা’, রাজ কোশলা পরিচালিত ও কোউন থি ছবির লতা মূখার্জীর গাওয়া ‘লাগ যা গালে’ এবং রবীন্দ্র সঙ্গীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’।
মুকাদ্দেম বাবুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন, রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলার পর্দায়।
Comments