top of page

ঢাকায় আসছেন সুনিধি চৌহান,দেখুন তাঁর সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য!

হাস্কি, মোহ-ছড়ানো মায়ায় যখন উচ্চারিত হয় ‘বিড়ি জ্বালাইলে, জিগরসে পিয়া’, তখন গণসংস্কৃতির গভীরে তরঙ্গ ওঠে এক্সট্যাসির। তিনি সুনিধি ঢাকায় আসছেন সুনিধি চৌহান,দেখুন তাঁর সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য!। এই মহূর্তে এই উপমহাদেশের অন্যতম ব্যস্ত গান-মানবী।

Sunidhi Chauhan

আগামী ২৭শে জুলাই ভারতের এই জনপ্রিয় কন্ঠশিল্পী সুনিধি চৌহান আসছেন ঢাকা কাঁপাতে, সাথে থাকবে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান সহ আরও অনেক সেলিব্রিটি। সুনিধি স্টেজে ওঠার আগে সেখানে গান গেয়ে শোনাবেন তাহসান এবং কর্নিয়া। আর নাচ করবেন মেহজাবিন। কনসার্টটি উপস্থাপনা করবে চিত্রনায়ক রিয়াজ এবং পায়েল।

গ্র্যান্ড মাস্টার ইভেন্টস আয়োজিত সুনিধির এই লাইভ কনসার্টটি উপভোগ করার আগেই জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য, যা হয়তো আপনার না-জানাও থাকতে পারে।

সুনিধি চৌহান-এর জন্ম ১৯৮৩ সালের ১৪ আগস্ট, দিল্লিতে। মাত্র চার বছর বয়স থেকেই গান-বাজনার প্রতি ঝোঁক ছিল। তাই তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুরু করেন।

১৯৯৫ সালে এক অ্যাওয়ার্ড অনুষ্টানে সঙ্গীত পরিচালক ও গায়ক আদেশ শ্রীবাস্তবের সুনিধির গান খুব পছন্দ হয় এবং তাঁকে দিয়ে 'শাস্ত্র' ছবিতে একটি গান গাওয়ান। আর এভাবেই বলিউডে তাঁর গানের কেরিয়ার শুরু হয়।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে বলিউডে সুনিধির যে মিউজিক্যাল জার্নি শুরু হয়, টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে সেই যাত্রাপথ ছিল অবিশ্বাস্য। গোটা মিলেনিয়াম জুড়ে টপ মোস্ট অভিনেত্রীদের লিপে শোনা গিয়েছে সুনিধি চৌহান-এর গলা। গায়িকা হলেও, সুনিধির অভিনয় জগতে আসার ইচ্ছা ছিল বরাবরই। তিনি বেশকিছু ফ্যাশন শো-তেও যোগ দেন। বহু পরিচালকের কাছ থেকে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু গানই ছিল তাঁর প্রথম প্রেম।

আন্তর্জাতিক ক্ষেত্রে সংগীত জগতে সুনিধি ডেবিউ করেন বিখ্যাত গায়ক এনরিকে ইগলেসিয়াসের সঙ্গে জুটি বেঁধে। তাঁর সঙ্গে 'হার্টবিট' মিউজিক অ্যালবামে কাজ করেন। এই স্প্যানিস গায়কের সঙ্গে একটি ঘনিষ্ট মিউজিক অ্যালবামও শ্যুট করেন। তবে ভারতীয় শ্রোতাদের জন্য আলাদা করে শ্যুট করা হয় এই অ্যালবামটি।

শুধু হিন্দি বা ইংরাজিই নয়, পঞ্জাবি, তামিল, তেলুগু, কন্নড় ও মারাঠি ভাষাতেও অসংখ্য গান গেয়েছেন সুনিধি চৌহান। এছাড়া পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড 'জুনুন'-এর হয়ে বেশ কয়েকটি পাকিস্তানি ছবিতেও গান গেয়েছেন। অনেকেই হয়তো জানেন না, সুনিধি চৌহান হলেন প্রথম ভারতীয় রিয়েলিটি শো 'মেরি আওয়াজ শুনো'-র বিজেতা। এই শো-টি দূরদর্শনে সম্প্রচারিত হত।

মাত্র ১৮ বছর বয়সে সুনিধি চৌহান বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক ও অভিনেতা ববি খানের সঙ্গে। তবে বাড়ির তরফ থেকে তাঁর বিয়ে নিয়ে প্রবল আপত্তি ছিল। প্রথম কয়েক বছর বিবাহিত জীবন সুন্দর হলেও ভাগ্যের পরিহাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

Comments


  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page