ঢাকার মঞ্চে সুনিধি,এবার সাথে থাকছেন ঋতুপর্না ও নুসরাত!
- Saregama Desk
- Apr 26, 2017
- 1 min read

এর আগে বেশ কয়েকবারই ঢাকার মঞ্চে শ্রোতাদের গান শুনিয়ে মাতিয়ে গেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। তবে এবার শুধু কনসার্টই নয়, সঙ্গে সঙ্গে কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নুসরাতের পারফরম্যান্সও উপভোগ করতে পারবেন দর্শক। ২৮শে এপ্রিল ঢাকায় সুনিধির কনসার্টে দেখা মিলবে এ দুই অভিনেত্রীর। এদিন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘লাইভ ইন ঢাকা উইথ সুনিধি চৌহান’ শীর্ষক কনসার্টে পারফর্ম করবেন সুনিধি। এ কনসার্টের আয়োজন করছে গ্র্যান্ড মাস্টার ইভেন্টস লিমিটেড। একই মঞ্চে নিজেদের পরিবেশনা নিয়ে হাজির হবেন ঋতুপর্ণা ও নুসরাত। এ আয়োজনে দেশীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করার কথা রয়েছেন কুমার বিশ্বাজিৎ, মেহরিন ও কর্ণিয়ার। খুব শিগগিরই এ অনুষ্ঠানের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এ কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ হাজার (প্লাটিনাম), ৭ হাজার (ডায়মন্ড), ৫ হাজার (গোল্ড) এবং ৩ হাজার (সিলভার)।
আরও পোষ্ট দেখুন: To Know About : NUSRAT FARIA
תגובות