মাদার তেরেসা পুরস্কার পেলেন সংগীতশিল্পী শুভ্রদেব,সহ তিন বাংলাদেশি!
ভারতের মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন তিন বাংলাদেশি । তারা হলেন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, গ্রিন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী ও সংগীতশিল্পী শুভ্রদেব।
রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট হলে সংগীতশিল্পী শুভ্রদেবের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
বাংলা সঙ্গীতে অবদানের জন্য শুভ্র দেবকে এই সম্মাননা দেয়া হয়েছে।
নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব। তাঁর গানের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যেও অনেক। এই সংগীতশিল্পী জানালেন, “খুব ভাল লাগছে এমন একটি সম্মান পেয়ে। মাদার তেরেসার মতো একজন গুণী মানুষের নামে এই পুরস্কার – ভাবতেই চোখে জল আসছে।”
শুভ্রদেব ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যারা এই পুরস্কার পান। তারা হলেন- বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবী মুহাম্মদ এনায়েত করিম, নাসির এ চৌধুরী এবং আবদুল্লাহ খান রনি, বাংলাদেশের শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও দিলীপ কুমার আগরওয়াল।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এই সম্মাননা দিয়ে আসছে।
গত রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা তুলে দেয়া হয়।
২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে। এবার বাংলাদেশের তিনজনসহ মোট ৩২ জনকে এই সম্মাননা দেয়া হয়।
এর আগে ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মানে ভূষিত করা হয়। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন পরবর্তীতে।
২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে বলে জানান কমিটির সভাপতি এ অরুণ বিশ্বাস। এবার মোট ৩২ জনকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে বাংলাদেশি তিনজন রয়েছেন।
Comments