“বিষন্নতা হলে কারও সাথে বলো কথা”..স্বাস্থ্যদিবসে কোনাল।
৭ এপ্রিল “বিশ্ব স্বাস্থ্য দিবস”। দিবসটি পালনে সকালে ১০ টায় ইসলামিক ফাউন্ডশন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিসে সমাপ্ত হবে। এই দিনটির জন্য তৈরি করা হয়েছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি থিম সং। যা গেয়েছেন সংগীতশিল্পী কোনাল।
গানটির শিরোনাম হল : ‘বিষন্নতা হলে কারও সাথে বলো কথা / ভাগ করে নাও দুঃখ ব্যথ্যা’—স্বাস্থ্য সচেতনতাবিষয়ক এই গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানের কথা লিখেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু।
এ প্রসঙ্গে সংগীত শিল্পী কোনাল বলেন, ‘গত সপ্তাহে গানটিতে কণ্ঠ দিয়েছি। খুবই ভালো লেগেছে। একজন সংগীতশিল্পী হিসেবে সবাইকে সচেতন করা আমার নৈতিক দায়িত্ব। আর আমি সব সময়ই এ ধরনের কাজ করতে পছন্দ করি। আমার গানের মধ্য দিয়ে প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে যাচ্ছে, এটা ভাবতেই তো দারুণ লাগছে। বিষন্নতা নিয়ে এর আগে আমি বাংলায় কোনো গান শুনিনি। আমার তো মনে, এবারই প্রথম বিষন্নতা নিয়ে কোনো গান তৈরি হয়েছে।
আমার কয়েকজন বন্ধুকে দেখেছি বিষন্নতায় ভুগতে। তাদের জন্য খুব খারাপ লাগে। আমাকে এই গানটি গাওয়ার জন্য মনোনীত করায় বায়জীদ খুরশীদ রিয়াজকে ধন্যবাদ। তিনি কিন্তু গানটা চমৎকার লিখেছেন।
আর মকসুদ জামিল মিন্টুর সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা। পুরো ব্যাপারটি আমি দারুণ উপভোগ করেছি।’
কাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোনালের গাওয়া বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম সংটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।
স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় তৈরি হয়েছে গানটি।
תגובות